হালুয়াঘাটে উৎসব মুখর পরিবেশে শুভ বড়দিন পালিত

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২

এম,এ মালেক.হালুয়াঘাট:
ময়মনসিংহের হালুয়াঘাটে উৎসব মুখর পরিবেশে কেক কাটার মধ্যদিয়ে শুভ বড়দিন পালন করা হয়েছে ।

উপজেলা বিড়ইডাকুনি উচ্চ বিদ্যালয় মাঠে আজ রবিবার সকালে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড় দিন উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করেছেন খ্রিষ্টান সম্প্রদায়সহ সর্বসাধারণ ।

এসময় বিশেষ প্রার্থনা করান ফাদার ফিদালিজ লেংমিন পাল পারুহিদ । বড়দিন উদযাপন উপলক্ষে গির্জায় বাহারি রং এর রঙ্গিন বাতি,বেলুন আর ফুল দিয়ে সাজানো হয় সে সাথে পিঠা ও বিশেষ খাবারের আয়োজন করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খিষ্টান এসোসিয়েশনের সভাপতি ও ময়মনসিংহ -১, (হালুয়াঘাট- ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন । পাশাপাশি শুভ বড়দিন উপলক্ষে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সমাধি স্থলে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সংসদ জুয়েল আরেং ।