সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের নিতে হবে: সিইসি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২ অনলাইন ডেস্ক : রংপুর সিটি কর্পোরেশনে (রসিক) সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার দুপুর ১টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে রসিক নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। কোন অবনতি ঘটবে না। রংপুরে যারা আইন-শৃঙ্খলার দায়িত্বে আছেন তাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। কমিশন মনে করে এই নির্বাচনে ভেfটাররা কোন বাধার সম্মুখীন হবে না। কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।’ তিনি বলেন, ‘সিটি নির্বাচন সিসি ক্যামেরা দিয়ে ঢাকা এবং রংপুর থেকে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে। কোথাও কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়া হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘পোলিং এজেন্টকেও পর্যবেক্ষণ করা হবে, তারা সমস্যা তৈরী করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’ তিনি বলেন, ‘কমিশনের সবসময় ইচ্ছা সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তাই সকল দলের প্রতি আহ্বান আপনারা সবাই নির্বাচনে আসুন। সেই সঙ্গে বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হবো। আমরা চাই প্রতিটি দল নির্বাচনে এসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি করুক। এ সময় নগরবাসীকে আবারও নির্ভয়ে নির্বিঘ্নে এবং বিশ্বাস নিয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান সিইসি। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ নির্বাচনের মেয়র পদে নয় জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৭ জন, সাধারণ কাউন্সিলর আসনের ১৭৯ জনসহ মোট ২৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৭ ডিসেম্বর রসিক নির্বাচন হবে। Share this:FacebookX Related posts: গাইবান্ধায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ গ্রেফতার দিনাজপুরে কুড়িয়ে পাওয়া শিশুটি অবশেষে মারা গেছে বিরামপুরে ইমাম মোয়াজ্জিনরা পেলেন এমপির উপহার সামগ্রী জেলা প্রশাসনের ত্রাণ পেল ঠাকুরগাঁওয়ের ৫ হাজার দুস্থ পরিবার বিরামপুরে কৃষককে কম্বাইন্ড হারভেষ্টার মেশিন প্রদান পঞ্চগড়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বহিষ্কার ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে গোসল করতে গিয়ে সেনা সদস্যের মৃত্যু পঞ্চগড়ে সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন’র মাস্ক বিতরণ বোরো ক্ষেতে ব্লাস্ট রোগ, দুশ্চিন্তায় কৃষক পঞ্চগড়ে পুকুরে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের নিহত ৪ শ্রমিকদের লাগাতার আন্দোলনে কয়লা উত্তোলন বন্ধ SHARES Matched Content দেশের খবর বিষয়: দায়িত্বনিতে হবেপ্রিজাইডিং অফিসারদেরসিইসিসুষ্ঠু নির্বাচনের