ভাঙ্গায় পিতাকে হত্যার ঘটনায় পলাতক পুত্র গ্রেপ্তার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২ অনলাইন ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক থাকা পুত্র নাঈম ফকিরকে (১৫) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নাঈম ফকিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফরিদপুর র্যাব ক্যাম্পে আনা হয়। মঙ্গবলবার বিকেলে ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. শহিদুল ইসলাম। তিনি জানান, গত ১০ ডিসেম্বর দিবাগত রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী গ্রামের বাসিন্দা কিবরিয়া ফকিরকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পুত্র নাঈম ফকির। হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে ছিল নাঈম। শহিদুল ইসলাম আরো জানান, ফরিদপুর র্যাব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো. নাঈম ফকিরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নাঈমকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, হত্যার ঘটনায় ১২ ডিসেম্বর নিহত কিবরিয়া ফকিরের ভাই মো. দেলোয়ার ফকির বাদী হয়ে নাঈমকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বাবাকে কুপিয়ে হত্যার পর থেকেই ছেলে নাঈম পলাতক ছিল। সাভার থেকে তাকে গ্রেফতার করেছে র্যাবের একটি দল। বুধবারতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। Share this:FacebookX Related posts: ‘সব চেহারা ভুলে গেলেও এই চেহারা কখনো ভুলবো না’ কিশোরগঞ্জের ভৈরবে প্রায় ৩৫ কেজি গাঁজা ২টি মিনিট্রাক’সহ ৪ মাদক ব্যবসায়ী আটক ভুয়া সঞ্চয়পত্র দিয়ে ৯ কোটি আত্মসাৎ করেছে এই দম্পতি নাগরপুরে ইয়াবাসহ নারী গ্রেফতার কুয়েতে এমপি পাপুল রিমান্ডে ৪০টি চোরাই মোবাইলসহ দুই যুবক আটক রাজধানীতে ইয়াবাসহ আটক ২ রায়পুরে বিট পুলিশের চমক ফরিদপুরে পৃথক অভিযানে ১০৯ পিস ইয়াবাসহ আটক ৪ পল্লবীতে কুপিয়ে হত্যা: ‘বন্দুকযুদ্ধে’ আরেক আসামি নিহত সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ৪ পরিবহন চাঁদাবাজ আটক SHARES Matched Content অপরাধ বিষয়: পলাতক পুত্র গ্রেপ্তারপিতাকে হত্যার ঘটনায়ভাঙ্গায়