হালুয়াঘাট প্রেসক্লাব থেকে ১৪ জনের পদত্যাগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২ এম,এ মালেক,হালুয়াঘাট : অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি/সাধারন সদস্য পদ হইতে ২২ জন সদস্যের মধ্যে ১৪ জন সদস্যই পদত্যাগ করেছেন। গত ৩ ডিসেম্বর শনিবার রাতে হালুয়াঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক বরাবরে লিখিতভাবে একযোগে উক্ত পদত্যাগ পত্র প্রদান করেন চৌদ্ধ জনের সম্মিলিত একটি বৃহৎ অংশ। পদত্যাগ পত্র গ্রহণ করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জোটন চন্দ্র ঘোষ। পদত্যাগকৃত সদস্যরা হলেন, মোঃ বাবুল হোসেন ( দৈনিক ভোরের কাগজ), মোঃ আব্দুর রাজ্জাক (দৈনিক ইত্তেফাক), ওমর ফারুক সুমন ( আনন্দ টিভি, দৈনিক মানবজমিন), আব্দুল হক লিটন (বিজয় টিভি, দৈনিক আমাদের সময়), শুভাশীষ সরকার শুভ ( দৈনিক ব্রম্মপুত্র এক্সপ্রেস), এম এ খালেক (এশিয়ান টিভি, দৈনিক সময়ের আলো), এম এ মালেক ( দৈনিক আজকালের খবর, চ্যানেল এস),মাজহারুল ইসলাম মিশু ( দৈনিক কালের কন্ঠ), সাইদুর রহমান রাজু ( দৈনিক বাংলাদেশ প্রতিদিন), মোঃ আব্দুল আউয়াল ( দৈনিক মানবকন্ঠ), মোঃ জুলফিকার আলী জুলমত ( দৈনিক কালবেলা), মোঃ আনসারুল হক রাসেল ( দৈনিক আলোকিত সকাল), দুলাল রায় ( দৈনিক ঢাকার ডাক), মোঃ শাহাদাৎ হোসেন ( দৈনিক দিগন্ত বাংলা)। জানা জায়, প্রেসক্লাব হইতে বৃহৎ একটি অংশ একসাথে পদত্যাগ করায় সুধীমহলে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। এমনকি প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সভাপতি শাহা আলমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংবাদিকসহ অনেকেই। এদিকে এতগুলো গণমাধ্যম কর্মী একসাথে পদত্যাগ করার কারন জানতে চাইলে সাংবাদিক বাবুল হোসেন বলেন, বিগত সময়ে প্রেসক্লাবকে কেন্দ্র করে কার্য নির্বাহী কমিটির কতিপয় সদস্যের ভূমিকা ব্যপক প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত। এমনকি ইতিমধ্যে প্রেসক্লাবের নির্বাচন নিয়ে যে তালবাহানা শুরু করে দিয়েছে তা স্বেচ্ছাচারিতাকেও হার মানিয়েছে। সাংবাদিক ওমর ফারুক সুমন বলেন, প্রত্যেকটা সংগঠন একটি নির্দিষ্ট গঠনতন্ত্র ও নিয়মের মধ্য দিয়ে চলে। এখানে কোনো নিয়ম লাগেনা, যখন যা ইচ্ছে তাই করে যাচ্ছে। এমনকি গত সাধারন সভা ও কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামি ৩০ ডিসেম্বর নির্বাচন দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই লক্ষ্যে গত ৩০ নভেম্বর গঠিত নির্বাচন কমিশনারের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা ছিলো। তা না করে সভাপতি তার একক সিদ্ধান্তে নির্বাচন স্থগিত করে দিয়ে অপচেষ্টায় লিপ্ত হয়েছে যা স্বেচ্ছাচারিতার সামিল। সভাপতির দীর্ঘদিনের অনিয়ম আর স্বেচ্ছাচারিতার কারনেই এতগুলো সদস্য একসাথে পদত্যাগ করেছেন বলে তিনি জানান।জানা যায়, পদত্যাগকৃতদের মধ্যে অনেকেই কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। যারা প্রেসক্লাবের সভাপতির কার্যক্রম নিয়ে চরম অসন্তুষ্টি ও প্রশ্ন তুলেছেন। খুব শীগ্রই নতুন উদ্যমে বস্তুনিষ্ঠ সংবাদকর্মীদের নিয়ে নতুন সংগঠন প্রকাশ করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাট প্রেসক্লাব থেকে ১৪ জন সদস্যের পদত্যাগ শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন হালুয়াঘাট প্রেসক্লাব হালুয়াঘাটে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হালুয়াঘাটে কৃষকের সাথে প্রতারণা, ১৫০ বস্তা ইট ও টাইসের গুড়া উদ্ধার যশোরে গরুচোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু হালুয়াঘাটে প্রথম আলো পত্রিকা পুড়িয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিরামপুরে প্রেস ক্লাব সভাপতি শাহিন, সম্পাদক মশিহুর হালুয়াঘাট পল্লী উদ্যোত্তা ঋণ তহবিলের আওতায় চেক বিতরণ হালুয়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন হালুয়াঘাট কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হালুয়াঘাট কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র এসএমই ঋণ বিতরণ গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের SHARES Matched Content সকল খবর বিষয়: ১৪জনেরথেকেপদত্যাগপ্রেসক্লাবহালুয়াঘাট