সৌদির সঙ্গে হারের পর অসুস্থ হয়ে গিয়েছিল মেসির ছেলেরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২ অনলাইন ডেস্ক : বড় ধাক্কা খেয়েই বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গেছে আলবিসেলেস্তেরা।এতে ফিকে হয়ে এসেছিল লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্ন। আর্জেন্টিনা পড়েছিল গ্রুপ পর্ব পার করার শঙ্কায়। তবে মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত জয়ে নিজেদের খুঁজে পেয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে অবশ্য গোল করতে পারেনি তারা। কিন্তু দ্বিতীয় অর্ধে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। ম্যাচসেরার পুরস্কারও শেষ অবধি পান তিনি। আর্জেন্টিনার এমন জয়ের শেষে সৌদি ম্যাচের পরের দিনগুলোর কথা জানিয়েছেন মেসি। পরিবারের সাহায্যকে তিনি দেখিয়েছেন বড় করে। আলবিসেলেস্তে অধিনায়ক জানিয়েছেন, সৌদির কাছে হারের পর অসুস্থ হয়ে গিয়েছিলেন তার পরিবারের সদস্যরা। টিওআইসি স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আমার পরিবার সবসময়ই আমাকে সঙ্গ দেয়। তারা অনেক ভুগেছে। প্রথম ম্যাচে হারের পর ওরা অসুস্থ হয়ে গিয়েছিল। ’ মেক্সিকা ম্যাচ নিয়ে মেসি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা পুরো মাঠ জুড়ে খেলেছি। আমরা যেন সেই সময়ে স্বরূপে ফিরি। তারপর ফলাফল আমাদের জন্য উচ্ছ্বাস নিয়ে আসে, যা আমাদের প্রয়োজন ছিল। নিজেদের স্থির করার জন্য আমাদের এই ম্যাচ জিততেই হতো। ’ Share this:FacebookX Related posts: বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেব বন্ধ হয়ে গেল বিসিবি অফিস, বাড়িতে বসে কাজ করার পরামর্শ বিকেএসপিতে শুরু হলো সাকিবের ফেরার প্রস্তুতি বাবর আজমকে হটিয়ে দিলেন মালান মেসির নামে বদলে যাবে বার্সেলোনার ন্যু ক্যাম্প শঙ্কা উড়িয়ে নকআউটে রিয়াল জাতীয় দলের নির্বাচক হলেন রাজ্জাক মেসিকে নিয়ে দি মারিয়ার মন্তব্যে ক্ষুব্ধ বার্সা কোচ চট্টগ্রাম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ গৌরীপুর আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাফ জয়ী ৫ পাহাড়ী কন্যাকে রাঙামাটিবাসীর বীরোচিত সংবর্ধনা SHARES Matched Content খেলাধুলা বিষয়: অসুস্থ হয়েগিয়েছিলমেসির ছেলেরাসৌদির সঙ্গেহারের পর