অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২ অনলাইন ডেস্ক : মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে মোংলা বন্দরসহ সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। শনিবার দিবাগত রাত রাত ১২টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। এর আগে সন্ধ্যায় নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় (ঢাকা) সভাপতি মো. শাহ আলম এ তথ্য জানান। তিনি জানান, মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবি করে আসছেন শ্রমিকরা। শুক্রবার ঢাকায় মালিক-শ্রমিক প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তত মজুরি বৃদ্ধির ঘোষণার দাবি জানানো হলেও মালিকপক্ষ সেটি মানেনি। তারা এক মাসের সময় চেয়েছেন। কিন্তু এক মাসের সময় দেওয়ার বিষয়ে শ্রমিকরা একমত হননি। ফলে শনিবার রাত ১২টা থেকে সারাদেশে কর্মবিরতি পালন শুরু করবেন শ্রমিকরা। লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলার সহ-সভাপতি মো. মাইনুল হোসেন মিন্টু বলেন, ১০ দফা দাবি আদায়ের জন্য ১৯ নভেম্বর মোংলায় বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। কিন্তু সরকার ও মালিকপক্ষ আমাদের দাবি বাস্তবায়ন না করায় আমরা লাগাতার কর্মবিরতি পালন শুরু করবো। Share this:FacebookX Related posts: সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌযানের ধর্মঘট বার্ড ফ্লু: ভারত থেকে হাঁস-মুরগি, ডিম আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ বঙ্গবন্ধুকে নিয়ে লিখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সম্মানের সঙ্গে দেশে ফিরতে চান রোহিঙ্গারা বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে উত্তরাঞ্চলে, উন্নতি পূর্বাঞ্চলে চীনের ভ্যাকসিন ট্রায়ালে বাংলাদেশের সক্রিয়ভাবে অংশ নেয়া উচিত কাল থেকে পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ছাড়ের নির্দেশনা আসছে রাজধানীতে শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা নেই মালদ্বীপ কেন বাংলাদেশ থেকে পলিমাটি নিতে চায় বাংলা একাডেমির সভাপতির মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক লাখ টাকা বাড়লো হজের খরচ SHARES Matched Content জাতীয় বিষয়: অনির্দিষ্টকালেরকর্মবিরতিতেনৌযান শ্রমিকরা