গৌরীপুরে বালুবাহী ট্রাক চাপায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিহত

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

কমল সরকার, গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বালুবাহী ট্রাকচাপায় তিথি পাল (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার সহপাঠী রুপা চক্রবর্তীও। সোমবার (১৩ জানুয়ারি) সকালে গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী পৌর শহরের মধ্যবাজার মহল্লার রঞ্জন পালের মেয়ে। সে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তিথি পাল ও রুপা চক্রবর্তী কোচিংয়ে যাচ্ছিল। পথিমধ্যে তারা পৌর শহরের ধানমহাল এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিথি পাল নিহত হয়। আহত অবস্থায় রুপাকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক চালক, হেলপারকে আটক করা হয়েছে।