বগুড়ায় সবজির বাম্পার ফলন

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২২

অনলাইন ডেস্ক : ভোরে শীতে কুয়াশার চাদর ঠেলে সূর্যের আলোতে ঝলমল করে ওঠে বগুড়ার সবজি ক্ষেত। নানা রকম সবজিতে ভরে উঠেছে এখানকার ক্ষেত। মাঠে কপি, মাচায় ঝুলছে লাউ, সিম, বরবটি। এবার যেমন আমন ধানের বাম্পার ফলন হয়েছে, তেমনি সবজিতে মাঠ ভরে উঠেছে। কাক ডাকা ভোরে কৃষক ছুটে চলে সবজি ক্ষেত পরিচর্যার জন্য। 

বগুড়ায় এ বছর যেমন আমনের বাম্পার ফলন ফলেছে, তেমনি সবজির ভাল ফলনেও খুশি কৃষক। প্রতি বছর বগুড়া থেকে আলু ও বাঁধাকপি মধ্যপ্রাচ্য ও ইউরোপে রফতানি হয়ে থাকে। যে কোনো বছরের চেয়ে এ বছর অধিক পরিমাণ সবজি বিদেশে রফতানির আশা করছে জেলা কৃষি কর্মকর্তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক জানান, জেলায় গত বছরের চেয়ে শতাাধিক হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। গত বছর সবজি চাষ করে কাঙ্ক্ষিত ফলন ও ভালো দাম পাওয়ায় এ বছর বগুড়ার কৃষক সবজি চাষে ঝুঁকেছে। এবার আবহাওয়া সবজি চাষের অনুকূল হওয়ায় সবজির বাম্পার ফলন পাওয়ার আশা কৃষকদের।
 
গতবছর বগুড়া জেলাতে শীতকালীন সবজির আবাদ হয়েছিল ১৪ হাজার ১১৪ হেক্টর জমিতে । আর শীতকালীন সবজির ফলন হয়েছিল লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার ৯৫০ মেট্রিক টন বেশি। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, লাউ,বরবটিসহ নানা সবজি উৎপাদন হয়েছে। এ বছর জেলাতে ১৪ হাজার ২৫০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২৯ হাজার ৮৫৭ মেট্রিক টন। এখনও রোপণ চলমান আছে। এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আাশাবাদ ব্যক্ত করেছেন কৃষি কর্মকর্তারা। জেলার সবচেয়ে বড় মোকাম মহাস্থান হাটে শীতকালীন সবজি বেচাকেনায় প্রতিদিন সকাল থেকে পাইকাদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

উত্তারাঞ্চেলের বড় সবজির হাটে কপি, মুলা বিক্রি করতে আসা শিবগঞ্জ উপজেলার কৃষক আফজাল, সোলাইমান জানান, তারা আগাম সবজি রোপণ করে ভালো দাম পেয়েছেন। সোলাইমান জানান, তার ক্ষেতে এবার প্রচুর শিম হয়েছে। আফজাল জানান, আগাম সবজি ফুলকপি, বাঁধাকপি, বরবটি চাষ। যেমন কঙ্ক্ষিত ফলন পেয়েছেন, তেমনি ভালো দামও পেয়েছেন। 

গত এক মাসে আগে ফুলকপি ৮০ টাকা কেজি, বরবটি ৬০ টাকা, মুলা ৩০ টাকা থেকে ৪০ টাকা, শিম ১২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এখনও জমিতে যে সবজি আছে তার দাম অর্ধেকে নেমে আসলেও তাতে লোকসান হবে না। কৃষক আফজাল জানান, তারা যে জমিতে আগাম কপি লাগিয়েছিলেন সেই জমিতে আরো দুই দফা কপি লাগাবেন।

এদিকে হাটে-বাজারে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় সব ধরনের সবজির দাম অর্ধেকে নেমে আসায় ক্রেতাদের ভেতর স্বস্তি নেমে এসেছে।