ইউপি চেয়ারম্যান মোস্তফা কারাগারে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২২ অনলাইন ডেস্ক : মৎস্য সংরক্ষণ আইনে দায়েরকৃত পাঁচ মামলায় মুন্সীগঞ্জ শহর লাগোয়া পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ দু’জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান এ আদেশ দেন। অপরজন হলেন- পঞ্চসারের ডিঙ্গাভাঙ্গা এলাকার মোশাররফ (৪০)। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর স্থানীয় সংসদ সদস্যের ভাতিজাসহ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে রক্তাক্ত জখম করে গোলাম মোস্তফা আলোচনার ঝড় তোলেন। অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা এই মামলায় মোস্তফা গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। বিএনপি থেকে আকস্মিক স্থানীয় আওয়ামী লীগের আরেকটি অংশের শেল্টার নিয়ে মোস্তফা আওয়ামী লীগ বনে যায় এবং তার অপরাধের মাত্রা দিন দিন বাড়তে থাকে। গোলাম মোস্তফা পক্ষের আইনজীবী মাসুদ আলম জানান, মৎস্য সংরক্ষণ আইনে দায়েরকৃত পাঁচ মামলায় হাইকোর্টের আগাম জামিনে ছিলেন মোস্তফা। রোববার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। কারেন্ট জাল জব্দ করার সময় মোস্তফা দেশের বাইরে ছিলেন। পুলিশ জানায়, গত ২৮ অগাস্ট ও ৭ সেপ্টেম্বর পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার মালিকানাধীন গোসাইবাগ এলাকার জি এম কর্পোরেশন ও ডিঙ্গাভাঙ্গা এলাকায় সওবান ফ্যাক্টরিতে পৃথক অভিযান চালিয়ে দুই কোটি ৫১ লাখ কোটি মিটার ও এক কোটি সাত লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ ঘটনায় নৌ পুলিশ বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক চারটি মামলা দায়ের করে। অপর একটি মামলা দায়ের করে কোস্ট গার্ড। গোলাম মোস্তফা ও তার আত্মীয় স্বজনরা পারিবারিক ঐতিহ্য নিয়ে বছরের পর বছর ধরে এই অবৈধ কারেন্ট জাল ব্যবসা করে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা। Share this:FacebookX Related posts: আড়াইহাজারে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাদারীপুরে কয়েদীদের জন্য দেয়া হলো কম্বল নাগরপুরে শেখ হাসিনা সেতুতে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা কিশোরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ঘর পেলেন ৪৪ জন কিশোরগঞ্জে ২০০ গ্রামগাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক সুস্থ হয়ে ফিরলেন লুনা পুলিশের এএসআই-সোর্সের শাস্তির দাবিতে মানববন্ধন নৌকা থেকে পড়ে যাওয়া পুলিশ সদস্যের লাশ উদ্ধার যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, স্বামী-শ্বশুরের মৃত্যুদণ্ড টাঙ্গাইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ভারত-বাংলাদেশ মৈত্রী সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষণা কিশোরগঞ্জ পৌরসভার মেয়র হলেন পারভেজ মিয়া SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ইউপি চেয়ারম্যানমোস্তফা কারাগারে