মান্দায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২২

অনলাইন ডেস্ক : নওগাঁর মান্দায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শ্রী বিনয় চন্দ্র মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের মধ্য দুর্গাপুর গ্রামের বাহারের গভীর নলকূপের পশ্চিম পাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শ্রী বিনয় চন্দ্র মন্ডল একই ইউনিয়নের বিলদুবলা গ্রামের মৃত শ্রীকন্ঠ মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন গোয়াল ছিলেন। এর পাশাপাশি কবিরাজিও করতেন বলে জানা গেছে। দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানান অনেকে।

স্থানীয়রা জানান, দূর্গাপুর গ্রামের জুয়েল নামের এক ব্যক্তির স্ত্রী আঙ্গুরীর সাথে একই গ্রামের তফসের আলীর ছেলে তারেকের পরকীয়া চলছিল। বিষয়টি জানার পর জুয়েল তার সংসার টেকানোর জন্য বিনয় কবিরাজের শরণাপন্ন হন। এরপর পরকীয়ার বিষয়টি বিনয় কবিরাজের মাধ্যমে তারেকের মাকে জানান জুয়েল। পরবর্তীতে বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার বেলা ১১টার দিকে বিষয়টি প্রমাণের জন্য বিনয়কে তার বাড়ির পাশের একটি মাঠে ধান কাটার সময় ডেকে আনেন তারেক। পরবর্তীতে বিষয়টি নিয়ে জুয়েলের বাড়িতে সালিশ বৈঠক হয়। সেখানে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় গতকাল রবিবার রাতে তার পরিবারের লোকজন মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সোমবার সকালে দূর্গাপুর মধ্যপাড়া গ্রামের খাইরুল ইসলাম নামের এক কৃষক তার জমির ধান কাটতে গেলে জমির ভিতরে তার মরদেহ দেখতে পান। পরে নিহতের পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিপিএম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।