চা বাগানগুলোতে দ্রুত বিদ্যালয় স্থাপন করা হবে : পরিবেশমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষে কাজ করছে। যে সকল চা-বাগানে প্রাথমিক বিদ্যালয় নেই, সে বাগানগুলোতে দ্রুততম সময়ে বিদ্যালয় স্থাপন করা হবে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের গানঘরে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় সংঙ্গীত পরিবেশন ও শান্তির প্রতীক পাঁয়রা উড়িয়ে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান এম. শাহ আলম, আন্তর্জাতিক শ্রম সংস্থা ইনডিজিনাস এন্ড ট্রাইবাল পিপলস প্রজেক্ট এর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর আলেক্সসিউস চিছাম, কমলগঞ্জের ইউএনও মো.আশেকুল হক, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন প্রমুখ। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখল লাল কর্মকারের সভাপতিত্বে এবং সজল কৈরী ও মীনা রবিদাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী। Share this:FacebookX Related posts: মৌলভীবাজারের শীর্ষ মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন জোহরা আলাউদ্দীন এমপি দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ ও সম্মান দুই মিলে : প্রবাসী কল্যাণমন্ত্রী মৌলভীবাজারে ভয়াবহ আগুনে একই পরিবারের ৫ জন নিহত মৌলভীবাজারে সর্বনাশা আগুনে ৫ জনের প্রাণহানি তাহিরপুরে কারিগরি প্রশিক্ষনের উদ্বোধন করন সভা অনুষ্ঠিত তাহিরপুরে ৪ লাখ রুপি সহ হুন্ডি ব্যবসায়ী আটক করোনা ভাইরাস: সুনামগঞ্জ জেলা লকডাউন তাহিরপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু চিরনিদ্রায় শায়িত হলেন কামরান মৌলভীবাজারে সংঘবদ্ধ সিএনজি চোর চক্রের প্রধান নজরুল আটক ধর্মপাশায় শিক্ষা পল্লীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধর্মপাশায় হাওরে ফসলরক্ষা বাঁধ শুরুর দাবিতে মানববন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: চা বাগানগুলোতেদ্রুত বিদ্যালয় স্থাপন করা হবেপরিবেশমন্ত্রী