মিয়ানমার থেকে মুক্তি পেয়েই দেশের পথে বিদেশিরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২ অনলাইন ডেস্ক ; বৃহস্পতিবার ছাড়া পেয়েই থাইল্যান্ডে পৌঁছান মিয়ানমার থেকে সদ্য মুক্তি পাওয়া বিদেশি বন্দিরা। চারজন বিদেশি বন্দিসহ ছয় হাজার বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সেনা সরকার। বলা হয়েছে, তাদের সকলের দোষ ক্ষমা করা হয়েছে। এই ছয় হাজার বন্দিই রাজনৈতিক কারণে আটক ছিলেন মিয়ানমারের জেলে। চারজন বিদেশি বন্দিই হাইপ্রোফাইল। একজন যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত। তাকে মুক্তি দিলেও তার স্বামী এখনো জেলে বন্দি। তবে মিয়ানমারের সরকার জানিয়েছে, রাষ্ট্রদূতের স্বামীকেও দ্রুত মুক্তি দেওয়া হবে। এছাড়া অং সান সুচির অর্থনৈতিক পরামর্শদাতা এক অস্ট্রেলিয়ান নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পেয়েছেন জাপানের এক সাংবাদিক তথা চিত্র পরিচালক এবং অ্যামেরিকার এক বোটানিস্ট বা উদ্ভিদ বিজ্ঞানী। ছাড়া পাওয়ার পর সকলেই প্রথমে থাইল্যান্ডে এসে পৌঁছান। সেখান থেকে তারা নিজের নিজের দেশের পথে রওনা হন। যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ভিকি বোম্যান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। তার স্বামী এখনো জেলে বন্দি। তবে সেনা শাসক জানিয়েছে, দ্রুত তাকেও মুক্তি দেওয়া হবে। এই দুই যুক্তরাজ্যের নাগরিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা মিয়ানমারে বাডি বদলালেও ঠিকানার রেজিস্ট্রেশনে ঠিকানা বদল করেননি। সেনা অভ্যুত্থানেরকয়েকমাসের মধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়। জেলে তার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে, এবিষয়ে একটি শব্দও উচ্চারণ করেননি বোম্যান। সুচি গ্রেপ্তার হওয়ার কিছুদিনের মধ্যেই গ্রেপ্তার হন তার অর্থনৈতিক উপদেষ্টা সিন টার্নেল। অস্ট্রেলিয়ার এই অর্থনীতিবিদ সব মিলিয়ে ৬৫০ দিন বন্দি ছিলেন। তার সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী একটি ছবি তুলে পোস্ট করেছেন। টার্নেল জানিয়েছেন, দিন গুনতেন তিনি। জানতেন, একদিন তার মুক্তি হবে। খুব বড়সড় চেহারার মানুষ নন টার্নেল। জেলে থেকে তার স্বাস্থ্য সম্পূর্ণ ভেঙে গেছে। টার্নেল অবশ্য জানিয়েছেন, শারীরিকভাবে খানিকটা বিধ্বস্ত হলেও মানসিকভাবে তিনি সুস্থ আছেন। দেশে ফিরে গেছেন জাপানের সাংবাদিক তথা ফিল্মমেকার কুবোতা। টোকিও পৌঁছে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি ধন্যবাদ জানিয়েছেন সেনা সরকারকে তাকে মুক্তি দেওয়ার জন্য। সব মিলিয়ে চারজন বিদেশি সাংবাদিককে আটক করেছিল মিয়ানমার। তাদের সকলকেই মুক্তি দেওয়া হলো। কুবোতা অবশ্য তার জেলের জীবন নিয়ে খুব বেশি কথা বলেননি। বরং তিনি ধন্যবাদ দিয়েছেন গণমাধ্যম এবং তার দেশের সরকারকে। তার দাবি, তারা দীর্ঘদিন ধরে কুবোতার জন্য সওয়াল করেছেন বলেই আজ তিনি মুক্তি পেয়েছেন। রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার জন্য অনেকদিন ধরেই মিয়ানমারের সেনা সরকারের উপর চাপ দেওয়া হচ্ছিল। তারা প্রায় দশ হাজার রাজনৈতিক ব্যক্তিত্বকে বন্দি করেছেন। তাদের মধ্য থেকেই ছয় হাজার বন্দিকে মঙ্গলবার মুক্তি দেওয়া হয়েছে। সূত্র: ডয়েচে ভেলে। Share this:FacebookX Related posts: ভারতের নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন মনোজ মুকুন্দ ইন্দোনেশিয়ায় বন্যায় ৪৩ জনের প্রাণহানি কোভিড-১৯ : দুই মাসে চীনের ক্ষতি ১৮৫০০ কোটি ডলার দক্ষিণ এশিয়ায় করোনায় মৃত্যুহার অনেক কম ভারতে ২১ দিনে ১০ লাখ মানুষের করোনা শনাক্ত রাশিয়ায় করোনা হাসপাতালে আগুন জার্মানিতে শুরু লকডাউন লাইট জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করল উ. কোরিয়া বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা আর নেই লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ফোনে অস্ট্রিয়ার চ্যান্সেলরকে যা বললেন পুতিন নেপালে বিধ্বস্ত প্লেনের সন্ধান, ১৪ মরদেহ উদ্ধার SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ‘বিদেশিরাদেশের পথেমিয়ানমার থেকেমুক্তি পেয়েই