পটিয়ায় বধির প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

সেলিম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ- চট্টগ্রামে পটিয়া পৌর সদরে ওয়াবদার সার্কুলার রোড়ে ১২ জানুয়ারি বিকালে পটিয়া বধির প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এ কার্য়লয় উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের ইশারা দোভাষী ও সংবাদ পাঠিকা (সাংকেতিক) আফরোজা খাতুন মুক্তা।এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে সংগঠনে পটিয়ার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহ সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীনের সঞ্চলনায় এতে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিটিভি ইশারা দোভাষী সংবাদ পাঠিকা (সাংকেতিক) আফরোজা খাতুন মুক্তা। বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা,মুক্তার বাবা মঞ্জুরুল আলম,সংগঠনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ দৈনিক জনতা চট্টগ্রাম জেলা প্রতিনিধি সেলিম চৌধুরী, দৈনিক ইনকিলাব পটিয়া প্রতিনিধি নুর হোসেন, পটিয়া মানবাধিকার ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক বিপ্লব চৌধুরী, প্রতিববন্ধির মধ্যে বক্তব্য রাখেন সুমন,ইদ্রিস, জুবলি, সবুজ,আয়ুব আলী,মাকসুদুর রহমান, মুক্ত তালুকদার,আবদুল্লা,ওবায়দুল্লা ইমন প্রমুখ।

প্রধান অতিথি আফরোজা খাতুন মুক্তা বলেন,প্রতিবন্ধিরা সমাজের বোজা নয় তারা কাজ করে খায়। বধির প্রতিবন্ধিরা কথা বলতে পারেনা তাদের ভাষা আমাদের বুজতে হবে। তাই এক্ষেএে তাদের উন্নয়নে কাজ করতে আমরা প্রত্যেকের দায়িত্ব রয়েছে কর্তব্য।