পটিয়ায় বধির প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ সেলিম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ- চট্টগ্রামে পটিয়া পৌর সদরে ওয়াবদার সার্কুলার রোড়ে ১২ জানুয়ারি বিকালে পটিয়া বধির প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এ কার্য়লয় উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের ইশারা দোভাষী ও সংবাদ পাঠিকা (সাংকেতিক) আফরোজা খাতুন মুক্তা।এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে সংগঠনে পটিয়ার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহ সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীনের সঞ্চলনায় এতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিটিভি ইশারা দোভাষী সংবাদ পাঠিকা (সাংকেতিক) আফরোজা খাতুন মুক্তা। বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা,মুক্তার বাবা মঞ্জুরুল আলম,সংগঠনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ দৈনিক জনতা চট্টগ্রাম জেলা প্রতিনিধি সেলিম চৌধুরী, দৈনিক ইনকিলাব পটিয়া প্রতিনিধি নুর হোসেন, পটিয়া মানবাধিকার ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক বিপ্লব চৌধুরী, প্রতিববন্ধির মধ্যে বক্তব্য রাখেন সুমন,ইদ্রিস, জুবলি, সবুজ,আয়ুব আলী,মাকসুদুর রহমান, মুক্ত তালুকদার,আবদুল্লা,ওবায়দুল্লা ইমন প্রমুখ। প্রধান অতিথি আফরোজা খাতুন মুক্তা বলেন,প্রতিবন্ধিরা সমাজের বোজা নয় তারা কাজ করে খায়। বধির প্রতিবন্ধিরা কথা বলতে পারেনা তাদের ভাষা আমাদের বুজতে হবে। তাই এক্ষেএে তাদের উন্নয়নে কাজ করতে আমরা প্রত্যেকের দায়িত্ব রয়েছে কর্তব্য। Share this:FacebookX Related posts: পটিয়ায় দক্ষিণ জেলা জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্টা বার্ষিকী পালিত পটিয়া মোহছেনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পটিয়ায় জেএসসিতে আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শীর্ষে পটিয়ার কুসুমপুরা ইউপি সদস্য নুরুল আলমকে কুপিয়ে জখম পটিয়ায় শ্রমিকনেতা শহিদুল ইসলাম সেকু নিখোঁজ পটিয়ায় রিভিউ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কমিটি গঠন পটিয়ায় ৩৪ বছর পর মাওলানা মাবুদের মাদ্রাসা এম.পি.ও হল চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জনের প্রাণহানি পটিয়া আলম প্লাজা ব্যাবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি আজগর,সম্পাদক নুরুল পটিয়া পৌরসদরে ছুরিকাঘাতে যুবক খুন পটিয়া-চন্দনাইশ-রামু বনবিভাগের অভিযান ৫লাখ টাকার কাঠ জব্দ পটিয়া আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ সিদ্দিকীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: কার্যালয় উদ্বোধনপটিয়াবধির প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার