২০২৪ সালের নির্বাচনে লড়বেন ট্রাম্প দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২ অনলাইন ডেস্ক : ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প লড়বেন কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল। ট্রাম্প এবিষয়ে কখনোই মুখ খোলেননি। মঙ্গলবার বিকেলে তিনি নির্বাচনে লড়ার জন্য কাগজপত্র জমা দিয়েছেন। মঙ্গলবারই এ বিষয়ে প্রথম মুখ খুলেছেন তিনি। ফ্লোরিডায় কাগজ জমা দিয়ে সমর্থকদের মুখোমুখি হয়েছিল ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, ”আজ থেকে লড়াই শুরু হলো। অ্যামেরিকাকে ফের পুরনো গৌরবে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এখন প্রথম কর্তব্য হলো, অ্যামেরিকাকে বামপন্থি ডেমোক্র্যাটদের হাত থেকে রক্ষা করা।” খবর রয়টার্স। ট্রাম্প দাবি করেছেন, ২০২০ সালে অর্থনৈতিক মন্দা হয়েছিল। কিন্তু রেকর্ড সময়ে তিনি সেই মন্দা থেকে দেশকে উদ্ধার করেছিলেন। মন্দার সময়ে তিনি মানুষের হাতে অর্থ পৌঁছে দিয়েছিলেন। তার দাবি, চলতি সময়ে অর্থনৈতিক মন্দা সামলাতে পারছেন না বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও ট্রাম্পের এই দাবি নিয়ে নানা মহলে নানা অভিমত আছে। ট্রাম্প সমর্থকেরা এই দাবি মেনে নিলেও, ট্রাম্পবিরোধীদের বক্তব্য, ট্রাম্পের কথার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই। দেশকে কখনোই অর্থনৈতিক মন্দার হাত থেকে ট্রাম্প রক্ষা করতে পারেননি। বরং অর্থনীতির হাল আরো বেহাল হয়েছিল তার সময়ে। ট্রাম্প এদিন তার সমর্থকদের জানিয়েছেন, ২০২৪ সাল পর্যন্ত অভূতপূর্ব প্রচারের পরিকল্পনা করেছেন তিনি। এমন প্রচার অ্যামেরিকা আগে কখনো দেখেনি। বস্তুত, সম্প্রতি ফ্লোরিডার গভর্নরের জন্য একাধিকবার প্রচার করেছেন ট্রাম্প। তিনিও রিপাবলিকান প্রার্থী হিসেবে ২০২৪ সালের প্রেসিডেন্ট ভোটে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। ফলে তার সঙ্গে ট্রাম্পের কড়া প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে। মধ্যবর্তী নির্বাচনে অনেকেই ভেবেছিলেন রিপাবলিকানরা অত্যন্ত ভালো ফল করবে। কিন্তু বাস্তবে তা হয়নি। যদিও রিপাবলিকানদের জন্য প্রচারে নেমেছিলেন ট্রাম্প। রিপাবলিকানদের একটি অংশের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা এখনো অটুট থাকলেও, একটি অংশ মনে করে, ট্রাম্পের জন্যই রিপাবলিকানদের এই বিপর্যয়। যদিও এদিন ট্রাম্প নির্বাচনে প্রার্থী হবেন, একথা ঘোষণা করার পর তার সমর্থকদের মধ্যে সাড়া পড়ে গেছে। Share this:FacebookX Related posts: আমাকে নির্বাচনে হারাতে চায় চীন : ট্রাম্প আমি নাম্বার ওয়ান, মোদি দ্বিতীয় : ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কোভিড রোগী আছে ভারত, চীনে : ট্রাম্প ভূমধ্যসাগর উত্তেজনা: ট্রাম্প এরদোয়ান ফোনালাপ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ডোনাল্ড ট্রাম্প খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি যুবরাজকে রক্ষা করেন ট্রাম্প ট্যাক্স কেলেঙ্কারির যে ৫ জায়গায় ধরা ট্রাম্প বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪ অবশেষে ত্রাণ বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প ট্রাম্প এখনো মনে করেন তিনি নির্বাচনে হারেননি ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় লড়বেন লুলা-বলসোনারো SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ২০২৪ সালেরট্রাম্পনির্বাচনেলড়বেন