আমানতের টাকা দিতে ব্যর্থ হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২ অনলাইন ডেস্ক ; দেশের ব্যাংকব্যবস্থায় অতিরিক্ত এক লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকা তারল্য রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়ে যায়নি। আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। এক্ষেত্রে ব্যাংকের আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমানতের টাকা দিতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সমসাময়িক বিষয় নিয়ে জরুরি এ সংবাদ সম্মেলন ডাকা হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, ব্যাংকের তারল্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক পরিচালকের কাছে বিশেষ সতর্কবার্তা দিয়েছে। কোনো ব্যাংকে তারল্য ব্যবস্থাপনায় কোনো ব্যত্যয় হলে বাংলাদেশ ব্যাংক তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরসন করার পদক্ষেপ নেবে। Share this:FacebookX Related posts: আজ খুলছে অফিস-আদালত পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি এবারের বাণিজ্য মেলার আসর বসছে না ১৭ মার্চ ২৭ রমজানের মধ্যে বেতন-বোনাস দেয়ার নির্দেশ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানী বন্ধ ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ল ভারত থেকে আনা গম তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা যাবে না ডলার নিয়ে কারসাজি করলে মানি এক্সচেঞ্জ-এর লাইসেন্স বাতিল সপ্তাহে একদিন বন্ধ থাকবে শিল্পকারখানা এবার ৩৬ বিলিয়ন ডলারে রিজার্ভ নামলো SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: আমানতের টাকা দিতেবাংলাদেশ ব্যাংকব্যবস্থা নেবেব্যর্থ হলে