কেন্দুয়ায় স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

অনলাইন ডেস্ক ; নেত্রকোনার কেন্দুয়া নয়ন মিয়া (১২) নামে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (নভেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে কেন্দুয়া থানার পুলিশ।
সে উপজেলার মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ওই শিক্ষার্থী বাড়ি থেকে বের হওয়ার পর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি। পরে সোমবার সকালে একই গ্রামের মনজু মিয়ার বাড়ির সামনে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের শরীরে ধারালো অস্ত্রে আঘাতে চিহ্ন রয়েছে বলে জানা যায়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, ঘটনাস্থল থেকে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে ধারালো অস্ত্রে আঘাতে চিহ্ন পাওয়া গিয়েছে।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তথ্য উদঘাটনে জন্য পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।