১০০ কোটি ছাড়াল ‘নগদ’ এর দৈনিক লেনদেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি, ১০ জানুয়ারি ২০২০, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের (নগদ) দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। ২০১৯ সালের ২৬ মার্চ আমাদের যাত্রা শুরু হয়েছিল। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’ বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের সহযোগী হিসেবে ২০১৯ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘নগদ’। পথচলা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল এ সার্ভিস। মাত্র ১০ মাসের পথ চলায় ‘নগদ’ এর উদ্যোক্তার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (১৪ টাকা ৫০ পয়সা) ও প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিয়ে গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এটি। Share this:FacebookX Related posts: সর্বাধিক গ্রাহক নিয়ে প্রথম স্থানে ‘নগদ’ ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার অনুরোধ জানাব : স্বরাষ্ট্রমন্ত্রী সাত মাসে মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স এসেছে ৬৩৪ কোটি ডলার সাত মাসে ৮২ হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি পেঁয়াজের দাম বেশি : তিন আড়তকে ১০ লাখ টাকা জরিমানা স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ : মালিক সমিতি বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিংমল এবার কোরবানির পশু আসবে ট্রেনে পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত ২০২০ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: ‘নগদ’১০০ কোটি ছাড়ালদৈনিক লেনদেন