যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২২

অনলাইন ডেস্ক ; যশোর শহরের আরএনরোড এলাকায় অস্ত্র তৈরির কারখানা সন্ধান পেয়েছে যশোর ডিবি পুলিশ। এই কারখানা থেকে ৫টি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ৮টি ম্যাগজিন উদ্ধার এবং অস্ত্র তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আরএনরোড এলাকার মৃত এলাহি বক্সের ছেলে আব্দুল আজিজ, বাহাদুরপুর এলাকার আহম্মদ আলীর ছেলে কুদ্দুস আলী ও মারুফ হোসেনের ছেলে সুমন হোসেনকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন অভিযান শেষে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় নিউ বিসমিল্লাহ ওয়েলডিং কারখানায় রাত ৯টার দিকে অভিযান চালিয়ে এই অস্ত্র, গুলি,ম্যাগজিন উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করে।

অভিযান পরিচালনার সময় অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, ডিবি ওসি রুপন কুমার সরকার ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।