সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২ অনলাইন ডেস্ক : সৌদি আরবের আবহায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আলম (৪৫) নামে এক বাংলাদেশি। গত মঙ্গলবার (১১ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় বিকাল ৪টায় মাখাইল আল বিরিক নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রবাসী মোহাম্মদ আলমের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামে। তার বাবার নাম আলী আহমেদ বলে জানা গেছে। মাখাইল থেকে মোহাম্মদ মহিউদ্দিন নামে অপর এক প্রবাসী জানান, আলম আবহার মাহেল সানাইয়া এলাকায় এ্যালুমনিয়ামের কাজ করতেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় আল বিরিক নামক স্থানে এক সৌদি নাগরিকের ঘরের পরিমাপ কাজ করতে গিয়েছিলেন তিনি। বিকালে কাজ শেষে ফেরার পথে তাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ উদ্ধার করে সেখানের স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। জানা যায়, ২০০৮ সালে জীবিকার সন্ধানে প্রবাসে আসেন আলম। সর্বশেষ ছয় মাস আগে দেশে ছুটি কাটিয়ে কাজে যোগ দেন। আলমের সংসারে স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছে। তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছেন তার ভাই । Share this:FacebookX Related posts: সৌদি আরবে ঈদ রোববার সৌদি আরবে জাতীয় শোক দিবস পালিত সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩, আক্রান্ত ২৮০১৮ ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৩৭৮, মৃত্যু ৪৮০ লকডাউনমুক্ত কুয়েতের দুই অঞ্চল ২০২০-এ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯৬৯ ক্যাপিটল সহিংসতায় শীর্ষ ৩ হোয়াইট হাউস কর্মকর্তার পদত্যাগ আল-জাজিরার বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা টিকা না নিলে হজের অনুমতি মিলবে না সৌদিতে খুলছে সিনেমা হল ও রেস্তোরাঁ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: বাংলাদেশি নিহতসড়ক দুর্ঘটনায়সৌদি আরবে