ঘূর্ণিঝড় জুলিয়ার তাণ্ডবে মধ্য আমেরিকায় নিহত ২৫

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় জুলিয়ার তাণ্ডবে অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছে। মধ্য আমেরিকা ও দক্ষিণ মেক্সিকোতে এই ঝড় ধ্বংসলীলা চালিয়েছে। নিকারাগুয়াও এই ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সালভাদরের কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচজন সেনা-সহ অন্ততপক্ষে ১০ জন এই ঝড়ের ফলে মারা গেছেন। একটি বাড়ির দেওয়াল ভেঙে দুইজন সেনা মারা গেছেন। অন্ততপক্ষে এক হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

হন্ডুরাসে অন্ততপক্ষে পাঁচজন মারা গেছেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। চার বছরের বাচ্চা ও ২২ বছর বয়সি নারী জলের তীব্র স্রোতে ভেসে গেছেন। নয় হাজার ২০০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

পানামাতে মারা গেছেন দুই জন। গুয়াতেমালায় আটজনের মৃত্যু হয়েছে। নিকারাগুয়ায় অন্তত ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে রাত কাটিয়েছেন। সেখানে প্রবল বন্যা দেখা দিয়েছে।

মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টার সোমবার বিকালে জানিয়েছে, জুলিয়া দুর্বল হয়েছে , তবে তা সাধারণ ঝড় হিসাবে গুয়াতেমালা ও মেক্সিকোর উপর দিয়ে যাবে। এর ফলে সমুদ্র উত্তাল হবে। ফ্ল্যাশ ফ্লাডও হতে পারে। সূত্র: ডয়েচে ভেলে।