১৮ দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২২ অনলাইন ডেস্ক ; যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট ওয়াশিংটন ছেড়ে আসে। এরমধ্য দিয়ে শেষ হলো প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সরকারি সফর। যুক্তরাষ্ট্রের ডালাস এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, জাতিসংঘ স্থায়ী মিশনের প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত । দেশে ফেরার পথে লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি দিয়ে সোমবার (৩ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে যান প্রধানমন্ত্রী। এরপর গত ১৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। এছাড়া তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। সূত্র: বাসস। Share this:FacebookX Related posts: ইতালি সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী জরাজীর্ণ রেল সেতুগুলো যথাযথভাবে সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী কাল ভিডিও কনফারেন্সে খুলনা-বরিশালের খোঁজ নেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন আজ চালের নমুনা পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ দেশের অর্থনীতি সচল রেখেছে :প্রধানমন্ত্রী সুখবর জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ বাংলাদেশে গণমাধ্যম যা ইচ্ছা বলার স্বাধীনতা পেয়েছে: প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ১৮ দিনেরদেশে ফিরছেনপ্রধানমন্ত্রীসফর শেষে