প্রধানমন্ত্রীর জন্মদিনে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। টুইটে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান। ১৯৮১ সাল থেকে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে আছেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রক্ষমতায় আসে আওয়ামী লীগ।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধুকন্যা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন উপলক্ষে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।