করতোয়ায় নৌকডুবি: আরও ১৭ লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২ অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আজ আরও ১৭ লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সোমবার সকাল ৯ জনের লাশ উদ্ধার করেছে পঞ্চগড়ের ফায়ার সার্ভিসের ডুবুরিরা। ঘটনাস্থলের অনেক ভাটিতে এসব লাশ পাওয়া যায়। এ ছাড়া নিখোঁজ থাকা আটজনের মরদেহ দিনাজপুরে আত্রাই এবং কাঞ্চন নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজকের ১৭ জনসহ নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক। ঠাকুরগাঁয়ের দীপক চন্দ্র রায় জানান, তার দুই মেয়ে পূজা (৪) ও মীমকে (৬) খুঁজে পাচ্ছে না। লাশও পাওয়া যায়নি। এমন অনেক স্বজন করতোয়ার পাড়ে আর কন্ট্রোল রুমের সামনে অপেক্ষা করছেন। স্বজনরা নিখোঁজ ৬৬ জনের তালিকা দিয়েছে। তবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় জানান, চারজন ফিরে এসেছে। পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মাহবুব ইসলাম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং ডুবুরি দলের তিনটি ইউনিট সকাল সাড়ে পাঁচটা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে। আজ সকাল থেকে এখন পর্যন্ত নয়জনের মরদহ উদ্ধার করেছে। গতকাল রোববার ২৫ জনের মরদেহ উদ্ধার করে রাত ১১টায় উদ্ধার তৎপরতা বন্ধ ঘোষণা করা হয়। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পঞ্চগড়ে উদ্ধারকৃতদের মধ্যে ১৮ জন নারী, ১১ জন শিশু ও ৫ জন পুরুষ রয়েছে। তাদের শনাক্তকরণ চলছে। প্রসঙ্গত, নদীর অপরপাড়ে মহালয়া উপলক্ষে প্রতিবছরের ন্যয় বরদ্বেশ্বরী মন্দিরে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। মূলত এই ধর্মসভায় যোগ দিতে নিহতরা নৌকাযোগে অপর পাড়ে যাচ্ছিল। রোববার দুপুরের দিকে নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতার জানায় তীরে আসতে পারলেও সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে মারা যায়। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে ময়ূর উদ্ধার ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা : সেই প্রধান শিক্ষক গ্রেফতার বিরামপুরে ভূমি অফিসের ভিত্তি প্রস্তর উদ্বোধন পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাবার বিতরণ খাদ্য পরিবহণে অত্যাধুনিক আরও ৫০ লাগেজ ভ্যান আসছে: রেলমন্ত্রী পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু পঞ্চগড়ে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে ডিসির উপহার ব্রহ্মপূত্র নদে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার ফুলবাড়ীতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি পার্বতীপুরে ট্রেন দুর্ঘটনায় গেটম্যান বরখাস্ত ঈদের আনন্দে বেপরোয়া মোটরসাইকেল চালানোয় ঝরে গেলো ৩ তাজা প্রাণ তেঁতুলিয়ায় সারের তীব্র সংকট, বিপাকে কৃষক SHARES Matched Content দেশের খবর বিষয়: আরও ১৭ লাশ উদ্ধারকরতোয়ায়নৌকডুবি