সোনাইমুড়ীতে ৯০ বোতল ফেনসিডিলসহ আটক ১

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২

অনলাইন ডেস্ক : নোয়াখালী সোনাইমুড়ী চাষীরহাটে থেকে ৯০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক পাবেল হোসেন (২৫) কুমিল্লা জেলার সদর থানার ৫নং পাচথুবী ইউনিয়ন কেরানিনগর গ্রামের মৃত মোহন মিয়ার ছেলে।

সোনাইমুড়ী ভারপ্রাপ্ত কথা (ওসি) হারুন অর রশীদ জানায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ৩ নম্বর চাষির হাট ইউনিয়নের চাষির হাট বাজারে অভিযান চালিয়ে বেআইনি ভাবে আমদানি করা ভারতীয় ৯০ বোতল ফেনসিডিল সিরাপ সহ পাবেলকে হাতে নাতে আটক করে। সে দীর্ঘ দিন ধরে মাদক চোরা চালানের সাথে জড়িত।

এঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রজু করে সোমবার সকালে তাকে আদালতে চালান করা হবে।