মেধাবী, সৎ এবং যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে -ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ, পদোন্নতি এবং বদলির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাননীয় আইজিপির নির্দেশ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ পুলিশ বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হলে মেধাবী, সৎ এবং যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২২ উপলক্ষ্যে পরীক্ষা কমিটিসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের জন্য ব্রিফিং প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাছুম আহাম্মদ ভ্ইূয়া পিপিএম, ময়মনসিংহ পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।