হালুয়াঘাটে ভারতীয় ২১ বোতল মদ উদ্ধার

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২

এম,এ মালেক,হালুয়াঘাট ঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে গাজিরভিটা ইউনিয়ন থেকে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ ।

জানা যায় ,গাজিরভিটা ইউনিয়নের ৪ নং ওয়াডের ইউপি মেম্বার মোবারক হোসেন গোপন সংবাদের ভিক্তিতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ভোর রাতে ডাকিয়াপাড়া ডুমুরিয়া ব্রীজ সংলগ্ন থেকে বস্তা দিয়ে পেচানো অবস্থায় মাদক গুলো উদ্ধার করে ।

এ বিষয়ে, ইউপি মেম্বার মোবারক হোসেন জানান,আমি রাতে গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি মাদক চোরা কারবারিরা মাদক নিয়ে আসতে পারে । সে জন্য আমি কয়েকজন সঙ্গী সাথে নিয়ে অপেক্ষা করতে থাকি । ভোর রাতে ডুমুরিয়া ব্রীজের পাশে তিন/চার জন কে দেখতে পাই এসময় তারা আমাদের উপস্থিতিতে টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় । এবং ব্রীজের পাশে গিয়ে দেখতে পাই বস্তা দিয়ে পেচানো অবস্থায় মাদক গুলো পড়ে থাকতে । পরে গ্রাম পুলিশের সহযোগিতায় মাদক গুলো উদ্ধার করে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান এর বাসায় নিয়ে আসি।

এ বিয়য়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ভোর রাতে ইউপি মেম্বার মোবারক হোসেন ও গ্রাম পুলিশ বস্তাবন্দী মাদক গুলো নিয়ে আসলে আমি সাথে সাথে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান কে বিষয় টি অবগত করি এবং সকালে থানা পুলিশ এসে আমার বাসা থেকে মাদক গুলো থানায় নিয়ে যায় ।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান বলেন,ভোররাতে গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আমাকে ফোনো অবগত করেন। এবং সকালে পুলিশ পাঠিয়ে চেয়ারম্যানের বাসা থেকে ২১ বোতল ভারতীয় মদ থানায় নিয়ে আসা হয়েছে । এর সাথে কারা জড়িত এখন পর্যন্ত জানাযায় নি। তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে