ধ্বংসাত্মক ঢাকাকে পরিবর্তনের আহ্বান ইশরাকের

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

নিউজ ডেস্কঃ দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি’র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, গত ১৩ বছরে এই ঢাকাকে ধবংস করা হয়েছে, এই অবস্থার পরিবর্তনের জন্য ধানেরশীষে ভোট দেয়ার আহবান জানান তিনি।রোববার জজকোর্ট চত্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে এ কথা বলেন ইশরাক হোসেন 8 কোতয়ালী ও সুত্রাপুর থানার বিভিন্ন এলাকায় প্রচারণা চালাবেন। সঙ্গে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেস্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, কাজী আবুল বাশারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। কোর্ট চত্বর থেকে বের হয়ে তাতীবাজার, শাখারীবাজার হয়ে নয়াবাজারের দিকে যাচ্ছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিজা আব্বাস বলেন, ঢাকাকে আধুনিক ও উন্নত করতে ইশরাক হোসেনের বিকল্প নেই।আমাদের প্রার্থী বাবা চাচাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে, ঢাকা উন্নত করার জন্য ইশরাকের থেকে আর কোনো ভাল প্রার্থী নেই বলেও মন্তব্য করেন তিনি।