হালুয়াঘাটে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালন

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

এম,এ মালেক,হালুয়াঘাটঃ
‘সর্প দংশনে ওঝা নয়, হাসপাতালেই চিকিৎসা হয়” এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে ৫ম আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে ।

এ উপলক্ষে সোমবার (১৯ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা স্বাস্থ-কসপ্লেক্স এর আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় জানানো হয়, আমাদের পরিবেশে অধিকাংশ সাপ বিষহীন। বিষধর সাপ কামড়ালে আক্রান্ত স্থানে বিষদাঁতের দুইটি গভীররক্ষত স্পষ্টভাবে বোঝা যাবে। সে ক্ষেত্রে আক্রান্ত স্থান থেকে রক্তক্ষরণের পাশাপাশি স্থানটি ফোস্কা পড়ে কালো হয়ে যেতে পারে । সাপের বিষ রোগীর অয়ুতন্ত্রকে অকার্যকর করে রোগীর শরীরকে অনুভ‚তিহীন করতে পারে । ফলে আক্রান্ত ব্যক্তি কথা বলতে ও ঢোপ গিলতে অসুবিধায় পড়তে পারেন ।

এ বিষয়ে আর এম ও ডাঃ সৈয়দ সাদ ইবনে ওয়াসেক সর্বসাধারনের উদ্দেশ্যে করে বলেন,সাপে কামড়ানো রোগীকে নাড়াচাড়া কম করাতে হবে এবং ওঝা ও ঝারফুকের ন্যায় অপচিকিৎসা না করে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপলেক্স হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হব।

এসময় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডাঃ রত্না ভৌমিক,মেডিকেল অফিসার প্রনেশ চন্দ্র পন্ডিত,লেনসন ফ্রান্সিস পালমা ও ফারজানা বিলকিছ প্রমূখ্য ।