লোহাগাড়ায় মাইক্রোর ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রো গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী উত্তম বড়ুয়া (১৭) ও বিশাল বড়ুয়া (১৩) নামের দুইজনের মৃত্যু হয়েছে।শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় উপজেলার মোস্তাফিজুর রহমান কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত প্রথমজন আধুনগর চেদিরপুনি বড়ুয়া পাড়া এলাকার স্বপন বড়ুয়ার পুত্র এবং অপরজন একই এলাকার লিটন বড়ুয়ার পুত্র।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত উত্তম আমিরাবাদ স্টেশনের একটি মোটরসাইকেল গ্যারেজ ও বিশাল একটি গ্রীল ওয়ার্কসপে কাজ করতো। তারা প্রতিদিনের মতে কাজ শেষ করে মোটর সাইকেলযোগে বাড়িতে যাচ্ছিল।

এসময় ঘটনাস্থলে পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমূখী একটি মাইক্রো গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।দোহাজারি হাইওয়ে থানার ওসি মো. ইয়াছিন আরফাত বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দূর্ঘটনায় কবলিত গাড়ী থানা হেফাজতে রয়েছে।