বিদ্যুৎস্পৃষ্টে ২ কাঠমিস্ত্রীর মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২ অনলাইন ডেস্ক : চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে দু’জন কাঠমিস্ত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার দুপুরে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বেপারি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মুন্সী বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের মাইঝের বাড়ির ওমর ফারুকের ছেলে লিটন হোসেন (১৯)। আহতরা হলেন- মুন্সী বাড়ির মৃত মমতাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৫০), মুন্সী গাজী তালুকদার বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে মো. আলী আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল কাশেম (৩৫) ও বেপারী বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে সোহাগ হোসেন (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাঠমিস্ত্রীসহ ১৪ জন শ্রমিক মুন্সী বাড়ির ওছমান গনির একটি পুরানো বসতঘরের টিনের চালা বেপারী বাড়ির শরবত আলীর ভিটায় নিচ্ছেন। এ সময় টিনের চালার সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় জন আহত হন। পরে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহাগ হোসেন ও লিটন হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত চার জনকে চিকিৎসা দেন। হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার হোসেন ও মো. আলী আক্কাস জানান, হঠাৎ করে শরীরটা জিম জিম করে প্রচন্ড কাঁপুনি দেয়। এরপর আর কিছু মনে নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা ইয়াছমিন জানান, আমরা দু’জনকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। আহত চার জনকে চিকিৎসা দেয়া হয়েছে। শাহরাস্তি থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, নিহতদের মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। Share this:FacebookX Related posts: বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু কুমিল্লায় নির্মিত হচ্ছে ১৮টি মডেল মসজিদ ইয়াবা কারবারির মালামাল ক্রোক চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড়শ বস্তিঘর পুড়ে গেছে চট্টগ্রামে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু ত্রাণ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন হতদরিদ্ররা নিজ দেশে ফিরে গেলেন আরও ১২২ ভারতীয় নাগরিক লক্ষ্মীপুরে মেয়ে হত্যা মামলায় কারাবন্দি বাবার মৃত্যু নোয়াখালীতে বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন চাঁদপুরে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার, সম্পাদক সজীব SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ২ কাঠমিস্ত্রীর মৃত্যুবিদ্যুৎস্পৃষ্টে