‘প্রতিটি শিশুরই পরিপূর্ণ বিকশিত হওয়ার অধিকার আছে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২ স্টাফ রিপোর্টার : দেশের অনাথ, পরিবার বিচ্ছিন্ন শিশুদের কল্যাণ ও উন্নয়নে এসওএস শিশুপল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার প্রাক্কালে এসওএস শিশুপল্লিকে শিশুদের নিয়ে কাজ করার জন্য সব সুবিধা দিয়েছিলেন। এসওএস শিশুপল্লির ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন। এসওএস শিশুপল্লির ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এইচএসবিসির সিইও মাহবুব উর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় এসওএস শিশুপল্লির চিফ অপারেশনাল অফিসার মাইকেল পটস ভিডিও বার্তা দেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। কিন্তু শিশুদের জন্য একটি মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত দাতব্য সংগঠন ও বেসরকারি সহযোগিতাও প্রয়োজন রয়েছে। এসওএস শিশুপল্লির বিভিন্ন বয়সের শিশুবন্ধুদের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, দক্ষতা ও আত্মবিশ্বাস নিয়ে শিশুপল্লির ছেলেমেয়েরা যে নিজেদের জন্য উপযুক্ত ক্ষেত্রে পৌঁছাতে পারছে তা এসওএস পল্লির সফলতা। শিশুদের সার্বিক সেবাযত্ন দেওয়ার জন্য তিনি সংস্থার মায়েদের ধন্যবাদ জানান। এসময় এসওএস শিশুপল্লির পক্ষ থেকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখা নয় জন সমাজসেবীকে এবং শিশুপল্লির ৮ জন কেয়ারলিভারকে পরিকল্পনা মন্ত্রী পুরস্কার দেন। এরপর তিনি এসওএস শিশুপল্লির ছেলেমেয়েদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে এসওএস শিশুপল্লির সদস্যরা, আমন্ত্রিত অতিথি, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: ২৫৬ পৌরসভায় ডিসেম্বরে ভোট হওয়ার সম্ভাবনা সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ ২৮৮৩২ ‘আনসার-ভিডিপির দক্ষতা-সাহসিকতা সর্বজনস্বীকৃত’ করোনায় আরও দু’জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৭১ টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ ঠেকাতে বেড়া দেওয়া হচ্ছে : রেলমন্ত্রী লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে অবাঞ্চিত ঘোষণা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য দেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী ফাঁসির আগেই মারা গেলেন যুদ্ধাপরাধী মাহবুবুর রহমান রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭ ‘কলাবাগানের ঘটনা চরম মাত্রার অপরাধ’ করোনায় টানা ১৭ দিন মৃত্যুহীন, শনাক্ত ১০ SHARES Matched Content জাতীয় বিষয়: ‘প্রতিটি শিশুরইঅধিকার আছে’পরিপূর্ণবিকশিতহওয়ার