পেকুয়ায় অস্ত্রসহ পিতা-পুত্র আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ নিউজ ডেস্কঃ কক্সবাজারের পেকুয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী এক নলা (বন্দুক) ও ধারালো কিরিচসহ পিতা পুত্রকে আটক করেছে।শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের দুগর্ম পাহাড়ী জারুলবুনিয়া সাপেরগারা নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- ওই এলাকার মৃত. আকবর আহমদের ছেলে আবুতালেব (৪৭) ও তার ছেলে মোর্শেদ (২২)।পেকুয়া থানা সূত্র জানায়, ওইদিন গোপন সংবাদে গভীর রাতে এসআই সুমন সরকারের নেতৃত্বে পুলিশ সাপেরগারা এলাকায় অভিযান চালিয়ে আবু তালেব ও তার ছেলে মোর্শেদকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাটা বন্দুক ও ধারালো কিরিচ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, শিলখালী জারুলবুনিয়াসহ একাধিক দুর্গম পাহাড়ী এলাকায় সম্প্রতি একাধিক বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হয়। আবুতালেব ও তার ছেলে দু’জনই সন্ত্রাসী ও অস্ত্রধারী। পাহাড়ের বসবাসরত লোকজন তাদের কাছে জিম্মি ছিল। পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ মো. কামরুল আজম আস্ত্রসহ আটক সস্ত্রাসী বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতিসহ আরো কয়েটি মামলা রয়েছে। আটকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। Share this:FacebookX Related posts: পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার মামা-ভাগিনাসহ আটক-৩ কুমিল্লায় পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে বাড়ি নির্মাণ কমলনগরে মৃত দুই শিশুর কেউই করোনা আক্রান্ত ছিলো না রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত মিলিটারি পুলিশের হাতে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ছাত্র নেতা করোনায় মারা গেছেন ফেনীর সিভিল সার্জন বর্ষার শুরুতেই কমলনগরে মেঘনার ভয়াবহ ভাঙ্গণ কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার পাওনা টাকা নিয়ে বিরোধে নিহত ২ দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: অস্ত্রসহআটকপিতা-পুত্রপেকুয়ায়