জাতীয় পার্টি আর আওয়ামী লীগ জোটে নেই: জি এম কাদের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২ বাজেট নির্বাচনমুখী জনবান্ধব নয়: জিএম কাদের অনলাইন ডেস্ক : জাতীয় পার্টি আর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে নেই বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলনে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এখন জোটে নেই উল্লেখ করে জি এম কাদের বলেন, যেদিন থেকে আমরা বিরোধী দল হিসেবে কাজ করছি, সেদিন থেকেই আমরা আর আওয়ামী লীগে নেই, জোটে নেই। তিনি বলেন, আমরা একসঙ্গে নির্বাচন করেছি। বন্ধুত্বপূর্ণভাবে কাজ করেছি। আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, এখনও কিছুটা আছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে ভালো কাজ করে, তাহলেই আমরা তাদের সঙ্গে থাকব, যেমনটি ছিলাম। জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেললে ভবিষ্যতে আমরা তাদের সঙ্গে না-ও থাকতে পারি। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) শান্তিপূর্ণ কারচুপির মেশিন আখ্যা দিয়ে তিনি বলেন, ইভিএমের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। কারচুপি করে সরকার যাকে চাইবে তাকেই পাস করিয়ে দিতে পারবে। তবে নির্বাচন বর্জনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান জি এম কাদের। Share this:FacebookX Related posts: পদত্যাগ করলেন আতিকুল ইসলাম জাতীয় পার্টির ৩৭ প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা ঢাকা সিটি করপোরেশন নির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী আ’লীগ প্রার্থীরা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন: দুই সিটির দায়িত্বেই আ’লীগ ৩২ নেতা নিয়ে বসছে আ.লীগের নির্বাহী কমিটির সভা ৪৯ বছরের ইতিহাসে এতো ধর্ষণ-নির্যাতন দেখিনি : মান্না জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা : কাদের সরকারের ব্যর্থতায় দেশে ধর্ষণের উৎসব : ফখরুল ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার জনগণ আমলে নেবে না: ওবায়দুল কাদের এরশাদের নামে পদক দেবে জাতীয় পার্টি কওমি মাদ্রাসায় প্রচলিত সব রাজনীতি নিষিদ্ধ সারাদেশে যে কর্মসূচি ঘোষণা করলো বিএনপি SHARES Matched Content জাতীয় বিষয়: আওয়ামী লীগ জোটে নেইজাতীয় পার্টিজি এম কাদের