হালুয়াঘাটে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২ এম,এ মালেক,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশের অভিযানে ইজিবাইক সহ চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। ৯(সেপ্টেম্বর) শুক্রবার রাতে হালুয়াঘাট পৌরশহর ও শেরপুর জেলার ডোবারপাড় এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শেরপুর জেলার ঘোগড়াকান্দি গ্রামের মো. হাকির পুত্র লিটন মিয়া (১৫), একই জেলার দোছরা ছনকান্দা এলাকার মো. আমজত আলীর পুত্র মো. ফরিদ আলম (২৬) ও জুলহাস আলীর পুুত্র আয়নাল হক (২৫)। পুলিশ জানায়, গত ১৮ আগষ্ট উপজেলার পূর্ব নড়াইল গ্রামের মো. বাছেত আলীর পুত্র মো. মোতালেব (৩৫) এর অটোবাইকটি পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ওয়ার্কশপের পাশে তালাবদ্ধ রেখে চায়ের দোকানে চা খাওয়ার সময় বাইকটি চুরি হয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী মো. মোতালেব হালুুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হালুয়াঘাটে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ এলাকার একটি সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে ইজিবাইক চোরচক্রের সদস্য কিশোর লিটনকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে আসামী ফরিদ ও আয়নাল হককে শেরপুর জেলা শহর থেকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি লিটন বাইক চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে বাইকটি আসামি ফরিদ আলমের কাছে বিক্রয় করে। জিজ্ঞাসাবাদে আরো বেশ কয়েকটি অটো ও মালবাহী ভ্যান চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন কিশোর আসামি লিটন। এছাড়াও তার দেখানো মতে শেরপুর জেলা শহরের ডোবারপাড় এলাকা থেকে অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে আভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন হালুয়াঘাট থানার এসআই আতোয়ার, সায়েদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে প্রতারক চক্রের দুই সদস্য আটক হালুয়াঘাটে রামদা দিয়ে কুপিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদসহ আটক-৩ ধর্ষণ করে যাওয়ার সময় ঝাপটে ধরে চিৎকার, আটক পুলিশ সদস্য! সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল শপথ নিলেন পিএসসি সদস্য শামীম আহসান চীনা ৬ জাহাজ ৬০ নাবিক আটক করেছে মালয়েশিয়া হালুয়াঘাটে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত অস্ত্র-ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণাকারীচক্রের ০৭ জন সক্রিয় সদস্য আটক হালুয়াঘাটে সড়ক দুঘর্টনায় নিহত ১ আটক -২ অপহরণের ৩ দিন পর অপহৃতসহ তিন অপহরণকারী আটক হালুয়াঘাটে জনশুমারি ও গৃহগণনা সভা অনুষ্ঠিত SHARES Matched Content প্রচ্ছদ বিষয়: ৩আটকইজিবাইকচক্রেরচোরসদস্যহালুয়াঘাটে