হালুয়াঘাটে মেম্বার এসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২
হালুয়াঘাটে মেম্বার এসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট ঃ ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউপি সদস্য জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না প্রধান বক্তা হিসেবে ইউপি সদস্যদের সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং আসন্ন জেলা পরিষদের সদস্য প্রার্থী কাঞ্চন কুমার সরকার, জেলা পরিষদের সদস্য প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সংরক্ষিত আসনের সদস্যা আসমাউল হুসনা শিমূল, মর্জিনা খাতুন, সুমি আক্তার, মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাজী আবুল কালাম আজাদ, মজিবুর রহমান মজি, দেলোয়ার হোসেন দেলু, সালে আলম মিয়া প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সদস্য সায়েদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, একজন এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়া যতটা সহজ তার চেয়ে বেশী কঠিন ইউনিয়ন পর্যায়ে ইউপি সদস্য হওয়া। আমরা সবসময় ইউপি সদস্যদের মূল্যায়ন করি। আপনাদের যে কোন প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা হচ্ছে সরকারের ভিত্তি। আমাদের সরকারের নানা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইউপি সদস্যবৃন্দ। আমাদের দরজা সবসময় তাদের জন্য সবসময় খোলা। উনাদের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। উনাদের সকল দাবির বিষয়ে আমি সহমত পোষণ করছি।