ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তন, স্ত্রী-শাশুড়ীকে জেল হাজতে

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী ও শাশুড়ীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

রোববার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

শনিবার বিকেলে উপজেলার কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, এক বছর আগে উপজেলার কচাকাটা ইউনিয়নের ঝিনঝিরা বালার চর গ্রামের মৃত জোসেন আলীর ছেলে আলমগীর হোসেনের (২৫) সঙ্গে কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাহিনা বেগমের (১৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মাঝে পারিবারিক কলহ চলে আসছিল। গত শুক্রবার উভয় পরিবারের মধ্যস্থায় কলহের নিরসন হলে সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যায় আলমগীর। পর দিন শনিবার দুপুরের খাওয়া শেষে সে ঘুমিয়ে পড়ে। বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত সাহিনা ধারালো ব্লেড দিয়ে ঘুমিয়ে থাকা স্বামীর লিঙ্গ কর্তন করে। এ সময় আলমগীরের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে মারাত্মক আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী উপজেলা ভূরুঙ্গামারীর মাদার ক্লিনিকে ভর্তি করান।

রাতেই আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে দু’জনকে আসামি করে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাহিনা বেগম ও শাশুড়ী শেফালী বেগমকে গ্রেফতার করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃতদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।