দাঁত-গোসল করেন না স্বামী, ডিভোর্স চাইলেন স্ত্রী!

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ শীত বলে কথা না, গ্রীষ্ম-বর্ষাতেও গোসল করেন না স্বামী। সকালে উঠে দাঁত মাজতেও অনীহা তার। খুবই অপরিচ্ছন্ন জীবনযাপন স্বামীর। এতে বেশ তিক্ত হয়ে উঠেছেন স্ত্রী। পরে অনন্যোপায় হয়ে ডিভোর্স চেয়েছেন স্ত্রী।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এই দম্পতির বসবাস ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায়। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারীর নাম সোনি দেবী (২০)। বিহারের বৈশালী জেলার নয়াগ্রামে থাকেন স্বামী মণীশ রামের সঙ্গে। মনের মিলের দিক দিয়ে তাদের কোনো কমতি নেয়। তাদের সম্পর্কের অবনতি হওয়ার একটাই কারণ-অপরিচ্ছন্নতা। মণীশ বরাবরই খুবই অপরিচ্ছন্ন।

জানা গেছে, তিনি শীত-গ্রীষ্ম-বর্ষা কোনো ঋতুতেই গোসল করেন না। সকালে উঠে দাঁত মাজতেও অনীহা তার।এখন সোনী দেবী বলছেন, এভাবে অনেক দিন চলেছে আর নয়। এই অপরিচ্ছন্ন ব্যক্তির সঙ্গে একই বিছানায় আর থাকতে চাই না। আমি বিচ্ছেদ চাই।২০১৭ সালে মণীশ রামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনী দেবী। তখনই বুঝতে শুরু করেন, তার স্বামী অন্যদের থেকে একদমই আলাদা-অপরিচ্ছন্ন।