দাঁত-গোসল করেন না স্বামী, ডিভোর্স চাইলেন স্ত্রী! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ আন্তর্জাতিক ডেস্কঃ শীত বলে কথা না, গ্রীষ্ম-বর্ষাতেও গোসল করেন না স্বামী। সকালে উঠে দাঁত মাজতেও অনীহা তার। খুবই অপরিচ্ছন্ন জীবনযাপন স্বামীর। এতে বেশ তিক্ত হয়ে উঠেছেন স্ত্রী। পরে অনন্যোপায় হয়ে ডিভোর্স চেয়েছেন স্ত্রী।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এই দম্পতির বসবাস ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায়। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারীর নাম সোনি দেবী (২০)। বিহারের বৈশালী জেলার নয়াগ্রামে থাকেন স্বামী মণীশ রামের সঙ্গে। মনের মিলের দিক দিয়ে তাদের কোনো কমতি নেয়। তাদের সম্পর্কের অবনতি হওয়ার একটাই কারণ-অপরিচ্ছন্নতা। মণীশ বরাবরই খুবই অপরিচ্ছন্ন। জানা গেছে, তিনি শীত-গ্রীষ্ম-বর্ষা কোনো ঋতুতেই গোসল করেন না। সকালে উঠে দাঁত মাজতেও অনীহা তার।এখন সোনী দেবী বলছেন, এভাবে অনেক দিন চলেছে আর নয়। এই অপরিচ্ছন্ন ব্যক্তির সঙ্গে একই বিছানায় আর থাকতে চাই না। আমি বিচ্ছেদ চাই।২০১৭ সালে মণীশ রামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনী দেবী। তখনই বুঝতে শুরু করেন, তার স্বামী অন্যদের থেকে একদমই আলাদা-অপরিচ্ছন্ন। Share this:FacebookX Related posts: বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানলেন স্ত্রী ‘নারী’ নয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার করোনা শেষ হলেও স্কুলে ফেরা হবে না দুই কোটি নারী শিক্ষার্থীর: মালালা ট্রাম্পের পরাজয় স্বীকার না করাটা বিব্রতকর: বাইডেন অ্যালার্জি থাকলে নেওয়া যাবে না করোনার ভ্যাকসিন মমতার দলে পদত্যাগের হিড়িক নেপথ্যে লোভ না কর্তৃত্ব নিষেধাজ্ঞা প্রত্যাহারে খামেনিকে বাইডেনের ‘না’ ভাইরাস আতঙ্ক: চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ সর্বসাধারণের জন্য উন্মুক্ত উহান করোনার সঙ্গে বেঁচে থাকাটাই এখন নিউ নর্মাল: টেড্রোস সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায় SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: চাইলেনডিভোর্সদাঁত-গোসল করেননাস্ত্রীস্বামী-