উত্তাল ইরান: আন্দোলনকারীদের উদ্দেশে ট্রাম্পের বার্তা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ আন্তর্জাতিক ডেস্কঃ ভুলবশত ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার দায় স্বীকারের পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পদত্যাগের দাবিতে রাস্তায় অবস্থান করছেন হাজারো জনতা। তেহরানে যুক্তরাষ্ট্রের সাবেক দূতাবাসের কাছে আমির কবির বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে জড়ো সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। ‘স্বৈরশাসক নিপাত যাক’, ‘খামেনির পদত্যাগ চাই’, নির্লজ্জ খামেনি- দেশ ছেড়ে চলে যাক’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।এছাড়াও খামেনিসহ বিমান ভূপাতিত করার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন আন্দোলনকারীরা। এদিকে, আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটবার্তায় ট্রাম্প বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘ইরানের বীর, ধৈর্যশীল জনগণের প্রতি: আমি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তোমাদের পাশে দাঁড়িয়েছি এবং আমার প্রশাসন তোমাদের পাশেই থাকবে। আমরা তোমাদের প্রতিবাদ গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং তোমাদের সাহসীকতায় আমরা অনুপ্রাণিত।’আরেক টুইটবার্তায় ইরান সরকারের প্রতি ট্রাম্প বলেন, ‘মানবাধিকার সংগঠনগুলোকে সেখানে সরেজমিনে তথ্য সংগ্রহের জন্য অনুমতি দিতে হবে। তারা মাঠে থেকে চলমান আন্দোলনের নিয়ে প্রতিবেদন তুলে ধরবে।’ট্রাম্প আরো বলেন, ‘শান্তিকামী আন্দোলনকারীদের ওপর আবারও যেন হত্যাযজ্ঞ চালানো না হয় এবং ইন্টারনেট সেবা যেন বন্ধ করা না হয়। কেননা, গোটা বিশ্ব দেখছে।’ Share this:FacebookX Related posts: কাকে বিয়ে করছেন ট্রাম্পের মেয়ে টিফানি? ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত চীন-ভারত উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়ে দিল ভারত-চীন সামরিক সমর্থনেও ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন: গবেষণা করোনায় প্রতিটি মৃত্যুর দায় ট্রাম্পের : বাইডেন ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্টের ব্যবস্থা নিল ফেসবুক-টুইটার ট্রাম্পের পরাজয় স্বীকার না করাটা বিব্রতকর: বাইডেন ট্রাম্পের সব সামাজিক যোগাযোগ সাইট ব্লক মেয়ে পরিচয়ে তরুণের সঙ্গে প্রেম তরুণের, অতঃপর করোনা প্রতিরোধে ভারতে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার কৃষকদের গণবিক্ষোভের মুখে পিছু হটছে মোদি সরকার SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: উত্তাল ইরান: আন্দোলনকারীদেরউদ্দেশেট্রাম্পেরবার্তা