আফগানিস্তানে তালেবানদের হামলায় দুই মার্কিন সেনা নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সামরিন বহরের ওপর তালেবানেদের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারপ্রদেশে এ ঘটনা ঘটে।শনিবার (১১ জানুয়ারি) ওই এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমা দিয়ে মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলা করে তালেবানরা। খবর এপি ও আলজাজিরার।মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সামরিক জোটের একজন মুখপাত্রও এ তথ্য নিশ্চিত করেছেন।তালেবানদের দাবি, তাদের যোদ্ধারা মার্কিন বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালিয়েছে। এতে বহরের সব সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে তালেবানরা। তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ হামলার দায়িত্ব স্বীকার করেছেন। তিনি বলেন, গাড়িতে থাকা আমেরিকার সব সেনা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে।হেরাতপ্রদেশে সম্প্রতি মার্কিন বিমান হামলায় মোল্লা নাঙ্গালাই নামে এক তালেবান কমান্ডার নিহত হন।ওই হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিকও মারা গেছে। ধারণা করা হচ্ছে, এর প্রতিশোধ নিতেই তালেবানরা কান্দাহারপ্রদেশে এ হামলা চালায়।মার্কিন-তালেবান শান্তি আলোচনা যখন নতুন করে শুরু করার কথা চলছে, তখন এ ধরনের হামলা আবারও এ আলোচনায় কালো মেঘের ছায়া পড়ল।এ পর্যন্ত তালেবানদের হামলায় কমপক্ষে দুই হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়েছেন। Share this:FacebookX Related posts: মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ২ কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানি সেনা নিহত জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত কেনিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলায় নিহত ৩ ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা ইরানের হামলা: যেভাবে প্রাণে বাঁচলেন মার্কিন সেনারা উত্তাল উইসকনসিনে গুলিতে নিহত ২ চীনে রেস্তোরাঁ ধসে কমপক্ষে ৫ জন নিহত ট্রাম্পের আমেরিকায় আমরা অনিরাপদ: মার্কিন সিনেটর ঘানায় গির্জা ধসে শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮ ইরাকে সেনাবাহিনীর অভিযানে ৭ আইএস জঙ্গি নিহত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আফগানিস্তানে তালেবানদের হামলায়দুইনিহতমার্কিনসেনা