অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২ অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদেশী অস্ত্রসহ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সোনারগাঁওয়ের পিরোজপুরের পূর্ব ভবনাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ছোরা, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, দুটি তালা ভাঙ্গার কাটার ও শাবল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সাখাওয়াত হোসেন রনি (২৫), মো. সোহেল (৩২), মো. শহিদুল ইসলাম (২৬), আল আমিন (২৩), মো. ইসমাইল (৩৮) ও সুজয় দে (৩০)। র্যাব জানায়, গ্রেফতারকৃত ডাকাত চক্রটি গত ০৬ এপ্রিল ও ২৪ এপ্রিল আড়াইহাজার থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল। আটককৃত ডাকাত সর্দার সাখাওয়াত হোসেন রনির বিরুদ্ধে আড়াইহাজার থানায় তিনটি এবং সোনারগাঁও থানায় একটি অস্ত্রসহ ডাকাতি, মো. সোহেলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় তিনটি এবং সোনারগাঁও থানায় একটি অস্ত্রসহ ডাকাতি ও একটি মাদক মামলা, মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ধামরাই থানায় একটি অস্ত্রসহ ডাকাতি ও দুটি ধর্ষণ এবং বিভিন্ন থানায় চারটি অস্ত্রসহ ডাকাতি মামলা, সুজয় দে’র বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একটি চুরি ও মকছেদপুর থানায় একটি ধর্ষণসহ হত্যা মামলা রয়েছে। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ডাকাত দলের সর্দার সাখাওয়াত হোসেন রনি নিজেকে কাঁচপুর এলাকায় “বন্ধু ড্যান্স একাডেমী” নামের একটি ডান্স গ্রুপের গ্র্যান্ড মাষ্টার হিসেবে পরিচয় দিয়ে থাকে। সে বিভিন্ন সময়ে বিয়ে, জন্মদিন বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান উপলক্ষে ড্যান্স কনসার্ট নামে বিভিন্ন প্রবাসী বা ধনী ব্যক্তিদের বাড়ি টার্গেট করে ওই বাড়ির লোকজনের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরবর্তীতে সে তার টার্গেট করা বাড়িগুলোতে পরিকল্পনা করে ডাকাতি করে। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। Share this:FacebookX Related posts: জয়পুরহাটে বিদেশী ও দেশীয় অস্ত্রসহ আটক ২ অস্ত্রসহ ‘মহাপ্রতারক’ শাহেদ গ্রেফতার অস্ত্রসহ ৩ ছিনতাইকারী ও ৪ অজ্ঞান পার্টির সদস্য আটক সালথায় ডাকাত দলের সক্রিয় সদস্য আটক সালথায় ডাকাত দলের সক্রিয় সদস্য আটক ‘ছাত্রজীবন থেকেই হিযবুত তাহরীর সদস্য সানাউল্লাহ’ এবার ইয়াবাসহ রিজেন্টের এমডির ভায়রা গ্রেপ্তার মধুখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮ গাড়ি থামিয়ে অস্ত্র দেখিয়ে ডাকাতি করতো এ চক্রটি পুলিশের জালে ধরা বিকাশ প্রতারক মধুচক্রে ফাঁসলেন ব্যাংক কর্মকর্তা, নারীসহ গ্রেফতার ৪ SHARES Matched Content অপরাধ বিষয়: ৬ সদস্য গ্রেফতারঅস্ত্রসহডাকাত দলের