সৌদিতে প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার ৩ যুবক নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২ অনলাইন ডেস্ক : সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৫) ও মো. পারভেজ (২০) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)। জলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের পরিবারের বরাতে চেয়ারম্যান বলেন, ‘তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান। বৃহস্পতিবার তারা তিনজন আল কাসিম শহরের উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ জাগো নিউজকে বলেন, ‘মরদেহ দেশে আনতে নিহতদের পরিবারকে আমাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে।’ Share this:FacebookX Related posts: আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় কুয়েতে মানবপাচারে হাজার কোটি টাকার কারবার, কে এই বাংলাদেশি? আন্তর্জাতিক ফ্লাইট চালু ১৬ জুন ঢাকা থেকে এমিরেটসের ফ্লাইট শুরু রোববার দাবি: অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কার্যকর দক্ষিণ এশিয়ায় করোনা মোকাবেলায় শীর্ষে বাংলাদেশ সাধারণ ছুটি বাড়ছে ১৬ মে পর্যন্ত যেকোনো মূল্যে এবারের ঈদে জনসমাগম এড়িয়ে চলতে হবে আগামীকাল শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা করোনায় ফের বন্ধ হলো চিড়িয়াখানা বিনা টিকিটের যাত্রীরা আমার আত্মীয় নয়: রেলমন্ত্রী SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: কুমিল্লার ৩ যুবক নিহতপ্রাইভেটকার খাদে পড়েসৌদিতে