ছেলে সেজে অর্ধশত তরুণীর উপর যৌন অত্যাচার

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

নিউজ ডেস্কঃ ছেলে সেজে দীর্ঘদিন ধরে ৫০ জন তরুণীর উপর যৌন অত্যাচার করে এক তরুণী। প্রথম প্রেমের তিক্ত অভিজ্ঞতার ফলে ওই তরুণী এমন কাণ্ড ঘটিয়েছে বলে জানা যায়।যৌন নিপীড়নের অভিযোগে ২১ বছরে ওই তরুণীকে ৮ বছরের সাজা দিয়েছে আদালত।ডেইলি মেইল থেকে জানা যায়, ছটফটে প্রাণবন্ত এক ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছিল জেমি ডগলাস। স্ন‌্যাপচ‌্যাটে সারাক্ষণ কিশোর প্রেমিকের সঙ্গে বকবক।কিন্তু প্রথম প্রেমের অভিজ্ঞতা তিক্ত হতে সময় লাগেনি। প্রেমিকের ছদ্মবেশে থাকা তরুণীর যৌন অত‌্যাচারের শিকার হওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে লন্ডনের ১৪ বছরের ওই কিশোরী।আরো ৫০ জনের সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছে ওই তরুণী। প্রত্যেকের বয়স ১৪-১৫ বছরের মধ্যে। এদের মধ্যে অনেকেই জীবনে প্রথম প্রেমে পড়েন। যৌন অত‌্যাচারের শিকার হওয়ার পর আত্মহত‌্যা করার চেষ্টা করে।

পরে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করা হয় জেমা ওয়াটস নামে ২১ বছরের ওই ব্রিটিশ তরুণীকে। নাবালিকাদের উপর যৌন অত‌্যাচার চালানোর অভিযোগে তাকে আট বছরের জেলের সাজা শুনিয়েছে উইনচেস্টার ক্রাউন কোর্ট।পুলিশের গোয়েন্দারা জানতে পারেন, উত্তর লন্ডনের বাড়িতে বসেই কিশোরীদের প্রেমের ফাঁদে ফেলে জেমা। তাদের ‘বেব’ বলে উল্লেখ করে সে। প্রেমিকাদের সঙ্গে দেখা করতে ব্রিটেনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াত জেমা।জেমার বিরুদ্ধে প্রতারণা ও যৌন হেনস্তার অভিযোগ জমা হওয়ার পরই নড়েচড়ে বসে ব্রিটিশ পুলিশ।তদন্তে নেমে জানতে পারে, জেমা তার সোশ‌্যাল মিডিয়ায় নিজেকে ১৬ বছরের কিশোর জেক ওয়াটন নামে পরিচয় দিত।গত বছর নভেম্বরে জেমির বাবা পুলিশকে জানায়, সোশ‌্যাল মিডিয়ায় তার মেয়ের সঙ্গে আলাপের পর কয়েকদিনের মধ্যেই দু’ঘণ্টা ট্রেনে চেপে জেমির সঙ্গে দেখা করতে এসেছিল তার বয়ফ্রেন্ড জেক।

তাদের প্রেম আর একটু গাঢ় হতে প্রেমিককে তাঁদের সঙ্গে দেখা করিয়ে দিয়ে সম্পর্ককে আরও একটু এগিয়ে নিয়ে যায় জেমি। কিন্তু এরপর একদিন একান্তে জেমিকে পেয়েই যৌন অত‌্যাচার চালায় জেক।পুলিশের দাবি, ওই তরুণী জেন্ডার ডিসফোরিয়ায় ভুগছেন। সে নিজেকে পুরুষ বলে মনে করে। কারণ জেরার সময় সে নিজেকে সারাক্ষণ জেক ওয়াটন বলে পরিচয় দিচ্ছিল।হুবহু ছেলেদের মতো আচরণ করছিল, কথাবার্তা বলছিল। পুলিশও প্রথমে বুঝতে পারেনি সে আসলে ছেলে নয়, একজন তরুণী।পুলিশের দাবি, ২০১৮ সালে প্রথম জেমা ওয়াটসের বিরুদ্ধে নাবালিকার উপর যৌন অ‌‌ত‌্যাচারের অভিযোগ পাই। যদিও তখন যে নাবালিকার বাবা অভিযোগ করেছিলেন, তিনি জেমার প্রকৃত পরিচয় দিতে পারেননি।কিন্তু কোনও মহিলা যে পুরুষ সেজে এমন কীর্তি করছে তা প্রথম প্রকাশ্যে আসে জেমি ডগলাসের পরিবারের অভিযোগের পর। এরপর একে একে ৫০টি অভিযোগ জমা পড়ে।