পঞ্চগড়ে চুরির দায়ে আটক যুবকের ফাঁস লাগা মরদেহ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২২ এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদের রুম থেকে ফাঁস লাগানো অবস্থায় সুজন ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ আগস্ট (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় ৩নং সদর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুজন জগদল গোয়ালপাড়া গ্রামের কচিমদ্দীনের ছেলে। স্থানীয় ও পরিষদ সূত্রে জানা যায়, বুধবার (২৪ আগস্ট) রাতে জগদল এলাকায় একটি মসজিদের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়েন সুজন ও জাহেদুল। পরে স্থানীয়রা চেয়ারম্যান আল ইমরানকে খবর দিয়ে তাদের পরিষদে নিয়ে যায়। এ বিষয়ে সকালে পরিষদে বিচার বসার কথা ছিল। এর মাঝে রাতে পরিষদের দ্বিতীয় তলায় পৃথক রুমে তাদের রেখে সবাই বাড়ি চলে যায়। সকালে ডিউটিরত গ্রাম পুলিশ তাদের দেখাশোনা করে তাদের জন্য খাবার আনতে যায়। খাবার এনে সুজনের রুমে দিতে গিয়ে তাকে গলায় গামছা দিয়ে রুমের ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পরিষদের সবাইকে খবর দেয়। পরে এ বিষয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। একই সময় চুরির দায়ে অভিযুক্ত জাহেদুল নামে অপর যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জাহেদুল জগদল এলাকার মোহাম্মদ আলীর ছেলে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন মিয়া বলেন, মরদেহ প্রাথমিক সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা করোনা সচেতনতায় পঞ্চগড়ে জেলা প্রশাসকের মাস্ক ও লিফলেট বিতরণ পঞ্চগড়ে করোনা মোকাবিলায় জনসচেতনতায় সেনাবাহিনী পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রসহ দু’জনের মৃত্যু পঞ্চগড়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পুলিশ পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে শ্লীলতাহানীর অভিযোগে গ্রামীণ ব্যাংক শাখা ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন বৃহস্পতিবার পঞ্চগড়ে ভাটায় পরিবেশ অধিদপ্তরের ৩১ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিন ঘণ্টায় ফিরে পেলো হারানো টিভি পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে পাথর শ্রমিকের মৃত্যু SHARES Matched Content দেশের খবর বিষয়: আটক যুবকেরচুরির দায়েপঞ্চগড়েফাঁস লাগামরদেহ-উদ্ধার