মানিকগঞ্জে ৫ আইনজীবীর বিরুদ্ধে মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২২ অনলাইন ডেস্ক : মানিকগঞ্জ ইনকাম ট্যাক্স বার এসোসিয়েশনের ৫ শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মোহাম্মদ ওয়াসীম নামে একজন আয়কর আইনজীবী। গত ৭ জুলাই তিনি মানিকগঞ্জ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। মোহাম্মদ ওয়াসীম জাতীয় রাজস্ব বোর্ডের একজন আয়কর পেশাজীবী হিসেবে তালিকাভুক্ত। মামলার বিবাদীরা হলেন, সদর উপজেলার নবগ্রাম এলাকার গাজী হাফিজুর রহমানের ছেলে গাজী চন্দন, তার বড় ভাই গাজী মামুন, পুটাইল গ্রামের হেমন্ত সরকারের ছেলে জুগেশ চন্দ্র সরকার, হরিরামপুর উপজেলার বড় গোড়াইল গ্রামের খোকন মিয়ার মেয়ে ফেরদৌস জামান মলি ও সাটুরিয়া উপজেলার তারাবাড়ী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রেজা জামান ঝিপু। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহাম্মদ ওয়াসীম জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভূক্ত আয়কর আইনজীবী। আসামিরা মানিকগঞ্জ ট্যাক্স বার এসোসিয়েশনে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন। এসোসিয়েশনে বসা নিয়ে ওয়াসীমের সাথে আসামিদের মনোমানিল্য চলে আসছিল। এরই জের ধরে গত ২০ জুন বেলা ১২টার দিকে ট্যাক্সেস বার এসোসিয়েনে তিনি প্র্যাকটিসের জন্য বসতে গেলে আসামিরা তাকে ওই রুমে বসতে না দিয়ে মারপিটের জন্য উদ্যত হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তিনি তাদের কবল থেকে রক্ষা পান। ভুক্তভোগী ওয়াসীম জানান, ট্যাক্স বারে বসা ওই ৫ জন কোনো তালিকাভুক্ত আইনজীবী নন। তারা সরকারি নীতিমালা ভঙ্গ করে আয়কর আইনের ভুল ব্যাখ্যা করে সরকারি রাজস্বের ক্ষতি করছেন। অথচ আমি জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভুক্ত আইনজীবী হয়েও বারে বসে কাজের সুযোগ পাচ্ছি না। তারা অবৈধভাবে সেখানে বসে কাজ করছেন অথচ আমাকে সেখানে তারা কাজের সুযোগ দিচ্ছেন না। তিনি আরো জানান, এখানে সনদ ছাড়া যারা বসে প্র্যাকটিস করে তারা তাদের সিনিয়রদের দোহাই দিয়ে ১২ বছর ধরে কাজ করে যাচ্ছেন। তাদের সিনিয়ররা কেউ এখানে বসে না। তারা ঢাকায় প্র্যাকটিস করেন। এ ব্যাপারে শিক্ষানবিশ আইনজীবী গাজী চন্দন জানান, আমার বড় ভাই গাজী মামুন একজন তালিকাভুক্ত আইনজীবী। বার এসোসিয়েশনে জায়গা কম থাকায় আমাদেরই বসতে সমস্যা হয়। আমি আমার ভাইয়ের চেয়ারে বসে কাজ করি। ফেরদৌস জামান মলি জানান, বার এসোসিয়েশনে বসার জায়গা নাই। আমাদের সনদ না থাকলেও আমরা আমাদের সিনিয়রদের সাথে কাজ করি। ট্যাক্স বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মামুন জানান, আমাদের এসোসিয়েশনে শতাধিক সদস্য রয়েছে। বারের ছোট্ট এই জায়গায় আমরা কয়েকজন সিনিয়র আইনজীবী এখানে বসি। আমাদের অবর্তমানে জুনিয়ররা আমাদের কাজগুলো গুছিয়ে দেয়। ওয়াসিম আমাদের বারের সদস্য নন। তিনি মাঝে মাঝে আমাদের বারে এসে উদ্যতপূর্ণ আচরণ করেন। আমরা জায়গা বাড়ানোর চেষ্টা করছি। তখন নতুন অনেকেই এখানে বসার সুযোগ পাবে। এ ব্যাপারে সহকারী কর কশিনার মো. জলিছ মাহমুদ জানান, আমি নতুন যোগদান করেছি। সনদ থাকলে তাকে বসার সুযোগ দেয়া উচিত। মামলার আইনজীবী অ্যাডভোকেট সায়েদুর রহমান জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তদের কারণ দর্শানোর জন্য নোটিশ করেছেন। আগামী ১৬ আগষ্ট মামলার পরবর্তী তারিখ ধার্য আছে। Share this:FacebookX Related posts: টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার মানিকগঞ্জে একটি গ্রাম লকডাউন মানিকগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৭২১ প্রবাসী মানিকগঞ্জে নিখোঁজের ৩ মাস পর সাভার থেকে নারী উদ্ধার মানিকগঞ্জে দুস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্যসহায়তা মানিকগঞ্জে দগ্ধ গৃহবধূর ঢাকায় মৃত্যু মানিকগঞ্জে ২২ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা মানিকগঞ্জে দুই মাদক ব্যবসায়ির কারাদন্ড মানিকগঞ্জে মাদক কারবারির কারাদন্ড মানিকগঞ্জে দুই শিশুর মরদেহ উদ্ধার মানিকগঞ্জে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১ মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে কাঠ মিস্ত্রি নিহত SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ৫ আইনজীবীর বিরুদ্ধেমানিকগঞ্জেমামলা