ভারতে শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২২ অনলাইন ডেস্ক : ভারতের জলপাইগুড়ির জল্পেশের মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন অন্তত ১০ জন। মৃতদের সকলেই কোচবিহারের শীতলকুচি এলাকার বাসিন্দা। ওই এলাকার ২৭ জন একটি পিকআপ ভ্যানে করে জল্পেশের মন্দিরে যাচ্ছিলেন। গাড়িতেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। ১০ জন মারা যান। বাকিরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পিকআপ ভ্যানে একটি জেনারেটর রাখা ছিল। গাড়িতে ডিজেও চলছিল। সেই জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে মনে করা হচ্ছে। গাড়িটি যখন চ্যাংড়াবান্ধায় ধরলা নদীর সেতুর উপর দিয়ে যাচ্ছিল, তখন এই ঘটনা ঘটে। কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলায় চালক গাড়িটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ১০ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা বলেছেন, জেনারেটর দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। জেনারেটরটি কোনোভাবে শর্টসার্কিট হয়ে যায়। তার ফলে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে গাড়িটিকে চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ১০ জনকে মৃত ঘোষণা করার পর ১৬ জনকে জলপাইগুড়ির হাসপাতালে পাঠানো হয়। গাড়ির চালক পালিয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র: ডয়েচে ভেলে। Share this:FacebookX Related posts: ভারতে মার্কিন দূতাবাস কর্মকর্তা করোনায় আক্রান্ত ভারতে করোনায় ২৩৯ জনের মৃত্যু, আক্রান্ত ৭,৪৪৭ জন ভারতে ট্রেনে কাটা পড়ে নিহত ১৬ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল ভারতে একদিনে মৃত্যু ৬১০, শনাক্ত ২৪০১৫ ভারতে একদিনে রেকর্ড ২৮ হাজার আক্রান্ত, মৃত ৫০০ ভারতে করোনায় আক্রান্ত ১০ লাখ ছাড়িছে ভারতে উৎপাদন হবে রাশিয়ার ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন কক্সবাজার থেকে ভারতে গিয়ে আটক ১৪ রোহিঙ্গা ভারতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান ভারতে করোনায় আক্রান্তের সঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যা বিপর্যস্ত ভারতে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস, ৯০ জনের মৃত্যু SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: জল ঢালতে গিয়েবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০ভারতেশিবের মাথায়