সোনাইমুড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২

অনলাইন ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
রোববার দুপুরে নোয়াখালী-লক্ষ্মীপুর (রামগজ্ঞ) সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কে এসআর অফিসের সামনে রাস্তার উপর অবৈধ ভাবে গড়ে উঠা বিভিন্ন টং দোকানসহ কয়েকটি দোকান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করেন উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. ইসমাইল হোসেন।

আদলতের পেশকার আবদুল মতিন জানান, দীর্ঘদিন ধরে এনআর অফিসের সামনে রাস্তার উপর দোকান ঘর তুলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করছিলেন ব্যবসায়ীরা। এতে করে যানবাহন ও জনগণের চলাচল বিঘ্নিত হচ্ছিলো। রোববার আইন-শৃংখলা সভায় বিষয়টি আলোচনায় এলে তাৎক্ষণিক
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তা উচ্ছেদ করেন।