গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২ সময় নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন মারা গেছে। এদের মধ্যে ঘটনাস্থলে চালকসহ দুইজন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাকী তিনজন মারা গেছে। শনিবার (৩০জুলাই) রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈরের মাকিষবাথান টিএনটি এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারী চালিত অটোরিকশার সংঘর্ষে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার ও উপ-পরিদর্শক (এসআই) রাহাত আকন্দ জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈরে থেকে চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাস কালিয়াকৈর-চন্দ্রা সড়কের মাকিষবাথান এলাকার বটতলায় পৌঁছলে বিপরীত দিক আসা যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। বিকট শব্দে অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক অটোরিকশার চালকসহ আরো একজন যাত্রী মারা যান। আহত হন অপর ৩ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে একজন এবং অপর দুই যাত্রীকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। সেখানে একজন মারা যান, অপরজনের অবস্থা গুরুতর হলে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতরা হলেন, অটোরিকশা চালক টাংগাইল জেলার ভূয়াপুর থানার শেখ বাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (২৭), বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুরের কালিয়াকৈরে থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২), একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) ও যশোর জেলার মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত আকন্দ জানিয়েছেন, ঘাতক ইতিহাস পরিবহন বাস গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও তিনি জানান। Share this:FacebookX Related posts: তীব্র শীতে সড়কে প্রাণ গেলো ৬ জনের মৌলভীবাজারে সর্বনাশা আগুনে ৫ জনের প্রাণহানি গাজীপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে মা-ছেলে নিহত গৌরীপুরে অটোরিকশা-সিএনজি সংঘর্ষে আহত- ৮ গাজীপুরে ঘর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার ডাকাতির মামলায় পুলিশসহ ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড রাস্তা থেকে তুলে চরে নিয়ে কলেজছাত্রীকে ৫ জনের ধর্ষণ গৌরীপুর ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ আহত ২ নাচোল পৌর নির্বাচন কাউন্সিলরসহ ৯ জনের মনোনয়নপত্র দাখিল বগুড়ায় বাসচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত লক্ষ্মীপুরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে আ.লীগ নেতার মৃত্যু পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১৭ SHARES Matched Content সকল খবর বিষয়: ৫অটোরিকশাগাজীপুরেগেলোজনেরপ্রাণবাসসংঘর্ষে