গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মরহুম মাহবুবুল হক শাকিলের সহধর্মিণী স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেত্রী নিলুফার আনজুম পপি। মাহবুবুল হক শাকিল সংসদের উদ্যোগে রবিবার (১২ জানুয়ারী) গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় ও নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ বই বিতরণ করা হয়।

নিলুফার আনজুম পপি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষার্থীদের মাঝে অসমাপ্ত আত্মজীবনী বইটি বিনামূল্যে বিতরণ করছেন তিনি। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে গৌরীপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এ বই বিনামূল্যে বিতরণ করবেন তিনি।


গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, আওয়ামীলীগ নেত্রী নিলুফার আনজুম পপি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামূল হক সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, সাংবাদিক আব্দুল কাদির, যুবলীগ নেতা দুদু মিয়া প্রমুখ।