ধর্মপাশায় শিশুদের জন্মদিন পালন

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২

ধর্মপাশা প্রতিনিধি : ধর্মপাশায় একই সাথে ৭৫ জন শিশুর জন্মদিন পালন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও পার্টিসিপেটরি একশন ফর রুরাল ইনোভেশন’র (পারি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান। পারি’র মনিটরিং অফিসার মনিরুজ্জামান মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন, ধর্মপাশা থানার এসআই সোহেল মাহমুদ, সমকাল প্রতিনিধি এনামুল হক, ওয়ার্ল্ড ভিশনের (এপি) ব্যবস্থাপক সাগর জন কস্তা, পারি’র কর্মসূচি ব্যবস্থাপক হীরক গমেজ, স্পন্সরশীপ অফিসার সুমন কুবি, সাংবাদিক সেলিম আহমেদ প্রমুখ।

পরে আনন্দঘন পরিবেশে শিশুদের নিয়ে জন্মদিনের কেট কাটেন ও তাদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ।