পঞ্চগড় জেলা কৃষক লীগের সভাপতি আজু সম্পাদক মাসুদ

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে এড. আজিজার রহমান আজু ও সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ করিম নির্বাচিত হয়েছেন।

২৭ জুলাই (বুধবার) বিকেলে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে জেলা কৃষি লীগের সম্মেলনে পাঁচ উপজেলা ও তিন পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রত্যাশী প্রার্থীদের সমঝোতার ভিত্তিতে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ সভাপতি হিসেবে এড. আজিজার রহমান আজু ও সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ করিম নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে দুপুরে জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আজিজার রহমান আজুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী এড. মো. নূরুল ইসলাম সুজন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক এড.. উম্মে কুলসুম স্মৃতি।

এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সহসভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুসহ জেলার পাঁচটি উপজেলা ও তিন পৌরসভার কৃষক লীগের নেতাকর্মীরা অংশ নেন।

সম্মেলনটি সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মাসুদ করিম।